পুজোর ছুটিতে বেড়ানোর প্ল্যান! রইল দেশের সেরা ‘কোস্টাল টাউনে’র হদিশ…

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 08, 2021 | 8:07 PM

সারা শহর জুড়ে রয়েছে মনোরম আবহাওয়া, সমুদ্র সৈকতের নোনতা হাওয়া, বাতিঘর ও শান্ত ঢেউয়ের আলতো ছোঁয়া বারবার আপনাকে টানবে।

পুজোর ছুটিতে বেড়ানোর প্ল্যান! রইল দেশের সেরা কোস্টাল টাউনের হদিশ...
দেশের সেরা উপকূলীয় শহরের হদিশ...

Follow Us

ভারতের উপকূল রেখা বরাবর যে সুন্দর সুন্দর শহর গজিয়ে উঠেছে, তা দেখার জন্য তা দূর-দূরান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে। ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূল বরাবর অবস্থিত দেশের অতুলনীয় প্রাকৃতিক মাধুর্যের ভরপুর ও শান্তিপূর্ণ শহরগুলি ঘুরে দেখার প্লান করলে যে যে শহর তালিকাতে রাখতেই হব, তা জেনে নিন একনজরে…

কন্যাকুমারী

ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত সবচেয়ে সংস্কৃতি-সমৃদ্ধি উপকূলীয় শহরগুলির মধ্যে কন্য়াকুমারী হল একটি। বিখ্যাত প্রাচীন মন্দির, নানা স্মৃতিসৌধ, জাদুঘর, দুর্গ, ধর্মীয় স্থান, বাড়ি ও কন্যাকুমারী মন্দির ও নানা পৈরাণিক কাহিনি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। বাঙালিদের কাছে কন্যাকুমারী অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। পদ্মাভপুরম প্যালেস, বিবেকানন্দ রক মেমোরিয়াল, খামনুমালয়ান মন্দির, থিরুভাল্লুভার মূর্তি, ভ্রমণকারী সন্ন্যাসী যাদুঘর ও ভট্টকোট্টাই দুর্গ এই স্থানগুলির মধ্যে অন্যতম আকর্ষণ। এছাড়া রয়েছে সোথভিল্লাই, মুট্টম ও সাংগুথুরাই ও সমুদ্র উপকূলের নৈসর্গিক মনোরম দৃশ্য।

কোভালাম

কেরালার অন্যতম স্বর্গীয় একটি উপকূলীয় শহর। শান্ত সৈকত, সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও স্থাপত্যের বিস্ময়ের জন্য বিখ্যাত। সূর্য, বালি ও সমুদ্রের সেরা মিলনক্ষেত্র এটি। সারা শহর জুড়ে রয়েছে মনোরম আবহাওয়া, সমুদ্র সৈকতের নোনতা হাওয়া, বাতিঘর ও শান্ত ঢেউয়ের আলতো ছোঁয়া বারবার আপনাকে টানবে। সময় থাকলে আজিমালা শিব মন্দির, হালসিয়ান ক্যাসল পরিদর্শন করতে যেন ভুলবেন না।

গোকর্ণ

সমুদ্রতটের অসাধারণ ল্য়ান্ডস্কেপ চিত্রিত হয়েছে এখানে। প্রাচীন সৈকতেপ জন্য সুপরিচিত, গোকর্ণ দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কর্ণাটকের কারওয়ার উপকূলে অবস্থিত। এই উপকূলীয় শহরে সূর্য়াস্ত, রূপালী বালি ও শান্ত সমুদ্রের মনোরম দৃশ্য দখার জন্য এটি আদর্শ স্থান। গোকর্ণ বিচ, ওম বিচ, প্যারাডাইস বিচ, মহাবালেশ্বর বিচ ও কোটি তীর্থ দেখতে পারেন।

কোচি

কেরালার গেটওয়ে নামে এই ছোট্ট শহরটি পরিচিত। দক্ষিণ ভারতের সবচেয়ে সুন্দর ও অন্যতম সেরা উপকূলবর্তী শহর। বন্দর শহর নামেও এই ছোট্ট শহরের যথেষ্ট খ্যাতি রয়েছে। এখানে প্রাচীন ভবন, দুর্গ, প্রাসাদ, উপাসনালয় প্রচুর দেখতে পাবেন। ফোর্ট কোচি বিচ, ভিরানপুঝা বিচ, চেরাই বিচ, ও আরও সুন্দর সুন্দর সমুদ্র সৈকত দেখতে পাবেন। এছাড়া ফোর্ট কোচি, ইন্দো-পর্তুগিজ মিউজিয়াম, কেরালা ফোকলোর মিউজিয়াম ও হিল প্যালেস দেখতে পাবেন।

পণ্ডিচেরি

ভারতে সবচেয়ে সুন্দর ও পরিস্কার উপকূলবর্তী শহর। এই শহরটি অন্যান্য উপকূলবর্তী শহরের থেকে আলাদা। শহরের আনাচে-কানাচে মিশে রয়েছে ফরাসি উপনিবেশের স্থাপত্য, সংস্কৃতি। প্রাক ঐপনিবেশিক যুগের সব নিরর্শনই এখানে রয়েছে। প্রোমেনেড বিচ, অরোভিল্লি বিচ, সেরেনিটি বিচ, কারাইকাল বিচ ও মাহে বিচ ঘুরে দেখতে পারেন।

আরও পড়ুন: পছন্দের গাড়ি নিয়ে মুক্ত পাখির মতো বেড়াতে চান? রইল সেই পথেরই খোঁজ

Next Article