পছন্দের গাড়ি নিয়ে মুক্ত পাখির মতো বেড়াতে চান? রইল সেই পথেরই খোঁজ
কখনও কী ভাবে দেখেছেন, ভারতের কোন কোন রাস্তায় পছন্দের রথকে দুরন্ত গতিতে উড়িয়ে নিয়ে যাবেন। মনের আনন্দে সিনেমার পর্দার মতো মোটরবাইক চালিয়ে ঘুরে বেড়াবেন, মুক্ত পাখির মতো।
পছন্দের গাড়ি বা বাইকের দাম কত, কবে ভারতে লঞ্চ হবে, মোটরবাইকের বিশেষ বৈশিষ্ট্য কী কী , তা জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন। কিন্তু কখনও কী ভাবে দেখেছেন, ভারতের কোন কোন রাস্তায় পছন্দের রথকে উড়িয়ে নিয়ে যাবেন। মনের আনন্দে সিনেমার পর্দার মতো মোটরবাইক চালিয়ে ঘুরে বেড়াবেন, মুক্ত পাখির মতো। দেশের প্রায় সব রাজ্যে জনঘনবসতি এত দ্রুত হারে বেড়ে চলেছে, রাস্তায় ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছে। তবে ভারত সরকারের বর্ডার রোডস অর্গানাইজেশনের উদ্যোগে পূর্ব লাদাখের উমলিংলা পাসে ১৯,৩০০ ফুট উচ্চতায় বিশ্বের উচ্চতম মোটরবাইক চালানোর রাস্তা তৈরি করা হয়েছে। যা বলিভিয়ার ১৮,৯৫৩ মিটার উচ্চতার উটুরুনকুর আগ্নেয়গিরির কাছের একটি উচ্চতম রাস্তার রেকর্ড ভেঙে দিয়েছে এই অসাধারণ রোমাঞ্চকর রাস্তাটি।
উমলিংলা পাসের মধ্যে ৫২ কিমি দীর্ঘ টার্মাক রাস্তাটি পূর্ব লাদাখের চুমার সেক্টরের গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযুক্ত হয়েছে। স্থানীয়দের কাছে এই রাস্তা বরদানের মতোন। কারণ এই দীর্ঘ ও সুন্দর রাস্তাটি লেহ থেকে চিসুমলে ও ডেমচোককে সংযুক্ত করার জন্য একটি বিকল্প সরাসরি রুট তৈরি হয়েছে। আর্থ-সামাজিক অবস্থাকে উন্নত করতে ও লাদাখে পর্যটন শিল্পে উন্নতি ঘটাতে এই উচ্চতম রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রক।
শীতকালে কঠিন ঠান্ডা আবহাওয়ার জন্য এখানকার তাপমাত্রা প্রায় মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়। অক্সিজেনের মাত্রাও স্বাভাবিকের থেকে ৫০ শতাংষ কম হওয়ায় বিআরও-কে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। তবে আআরও- র কর্মীদের দৃঢ় মানসিকতার কারণে কৃতিত্ব অর্জন করেছে। চরম আবহাওয়াতেও তাঁরা তাঁদের কাজ থেকে বিচ্যুত হননি।
প্রসঙ্গত, এই রাস্তাটি নেপালের মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের চেয়েও উঁচুতে অবস্থিত। দক্ষিণ বেসক্য়াম্প ১৭,৫৯৮ মিটিরা উচ্চতায় ও তিব্বতে নর্থ বেস ক্যাম্প ১৬,৯০০ মিটার উচ্চতায় অবস্থিত। ১৭,৭০০ মিটার উচচতায় অবস্থিত ভারতের অন্যতম শীতলতম স্থান সিয়াচেন হিমবাহের কাছেই অবস্থিত।রাস্তাটি তৈরি হয়েছে লেহের খারদুং লা পাসে। যেটি ১৭,৫৮২ মিটার উচ্চতায় অবস্থিত।
আরও পড়ুন: Simple One: ভারতে এই ইলেকট্রিক স্কুটারের প্রি-অর্ডার নেওয়া শুরু হবে ১৫ অগস্ট থেকে