Tea Estate: চা বাগানের মধ্যে ব্রিটিশ বাংলোয় রাত কাটাতে চান? মাত্র ৪,০০০ টাকাতেই ঘুরে নিন ফাগু

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: megha

Updated on: May 26, 2023 | 12:52 PM

Fagu-Dooars: হিমাচল প্রদেশের মতো পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে রয়েছে ফাগু। এই ফাগু সবুজ চা বাগানে ঘেরা। কিন্তু এখানে শীতকালে বরফ পড়ে না। তবে, সারাবছর মনোরম আবহাওয়া থাকে। চলুন জেনে নেওয়া যাক, ফাগুর খুঁটিনাটি।

Tea Estate: চা বাগানের মধ্যে ব্রিটিশ বাংলোয় রাত কাটাতে চান? মাত্র ৪,০০০ টাকাতেই ঘুরে নিন ফাগু

Follow us on

সিমলা থেকে ৪৫ মিনিট দূরত্বে রয়েছে সবুজে ঢাকা এক পাহাড়ি গ্রাম ফাগু। শীতে ফাগু ঢেকে যায় বরফে। হিমাচল প্রদেশের অন্যতম অফবিট পর্যটনকেন্দ্র এই ফাগু। কিন্তু ৩-৪ দিনের ছুটিতে এই অফবিটে যাওয়া সম্ভব নয়। কম খরচে এবং ছোট্ট ছুটিতে পশ্চিমবঙ্গের কোলে লুকিয়ে থাকা ফাগু বেড়াতে যাওয়া সম্ভব। হিমাচল প্রদেশের মতো পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে রয়েছে ফাগু। এই ফাগু সবুজ চা বাগানে ঘেরা। কিন্তু এখানে শীতকালে বরফ পড়ে না। তবে, সারাবছর মনোরম আবহাওয়া থাকে। চলুন জেনে নেওয়া যাক, ফাগুর খুঁটিনাটি।

ডুয়ার্স অঞ্চলের মধ্যে আপার ও লোয়ার ফাগু চা বাগান রয়েছে। এখানকার চা বাগানকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র। কালিম্পং মহকুমার গরুবাথানের কাছেই অবস্থিত এই ফাগু চা বাগান। লাভা থেকে মাত্র ৯ কিলোমিটারের পথ। ট্রেনে চেপে ফাগু যেতে চাইলে আপনাকে নামতে হবে নিউ মাল জংশনে। দু’পাশের ঢেউ খেলানো চা বাগানের পথ ধরে এগিয়ে যেতে হবে গরুবাথান মোড়ের দিকে। গরুবাথান মোড় পেরিয়েই দেখা মিলবে চেল নদীর। এখান থেকে মাত্র দেড় কিলোমিটার এগোলেই পৌঁছে যাবেন লোয়ার ফাগুতে।

ব্রিটিশ আমলের চা বাগান ফাগুর মূল আকর্ষণ। পাহাড়ের পাকদণ্ডী পথ ধরে চা বাগানের মধ্যে ঘুরে বেড়াতে পারেন। এছাড়া চা বাগানের বাংলোতে রাতও কাটানোরও সুযোগ রয়েছে এখানে। ১০০ বছরের পুরনো বাংলো রয়েছে এই চা বাগানে। সেখানে থাকা-খাওয়া নিয়ে খরচ হতে পারে প্রায় ৪,0০০টাকা। যদি এই ব্রিটিশ বাংলো রাত না কাটান তাহলেও ঘুরে দেখতে পারেন চা বাগান। চা বাগান ছাড়াও পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন গোটা ফাগু গ্রাম। গ্রামের বিভিন্ন রাস্তা চলে গিয়েছে নদী, ঝর্নার কাছে। সঙ্গে গাইড নিয়ে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। জঙ্গলের পথ ধরে ট্রেইল ট্রেক করলে ফাগু বেড়াতে যাওয়ার আনন্দ দ্বিগুণ হয়ে যাবে।

এই খবরটিও পড়ুন

ফাগুর খুব কাছেই রয়েছে গরুমারা জাতীয় উদ্যান। হাতে একদিন বেশি সময় নিয়ে বেড়াতে গেলে যেতে পারেন গরুমারায়। গরুমারায় জঙ্গল সাফারি করলে দেখা মিলবে বিভিন্ন বন্যপ্রাণী ও পাখির। যদিও ফাগু হোমস্টেতে বসেও দেখতে পারেন বিভিন্ন প্রজাতির পাখি। তিস্তা ও মহানন্দা যেখানে মিশেছে, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যেও বেড়াতে যেতে পারেন। এছাড়া ফাগু থেকে ঘুরতে যেতে পারেন কালিম্পং, লাভা, রিশপ। সাইটসিনে যেতে পারেন ডেলো পাহাড়ে, ক্যাকটাস নার্সারি, করোনেশন ব্রিজ, বৌদ্ধ মনেস্ট্রি এবং আরও অনেক জায়গা। তাই এই গরমে স্বস্তি নিঃশ্বাস খুঁজতে পাড়ি দিতে পারেন ফাগুতে।

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla