Winter Destinations: গুলমার্গ থেকে চোপতা, দেশের যে ৫ জায়গা এই শীতে মিস করা চলবে না…

Snowfall in India: যদি আপনি তুষারপাত দেখতে চান কিংবা বরফের মোড়া ডেস্টিনেশনের খোঁজ করেন, তাহলে এই ৫ জায়গা ঘুরে দেখতে পারেন।

Winter Destinations: গুলমার্গ থেকে চোপতা, দেশের যে ৫ জায়গা এই শীতে মিস করা চলবে না...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 3:11 PM

ডিসেম্বরের মাঝেও বঙ্গে দেখা নেই শীতের। সূর্যের তেজ কমলেও সেই অর্থে এখনও জাঁকিয়ে পড়েনি। কিন্তু ভারতের এমন কিছু জায়গা রয়েছে যা ইতিমধ্যেই বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে। সেখানে তাপমাত্রাও মাইনাসে নেমে যাচ্ছে মাঝেমধ্যেই। আপনি চাইলে এই শীতেই সেই জায়গাগুলো ঘুরে নিতে পারেন। যেহেতু এখন ভ্রমণেরও মরশুম চলছে। আর কিছুদিন পরেই বড়দিন এবং নতুন বছর শুরু হবে। এই মরশুমে অনেকেই পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। আপনিও যদি তাদের দলে হয়ে থাকেন, তাহলে এখনই প্ল্যান বানিয়ে নিন। আর যদি আপনি তুষারপাত দেখতে চান কিংবা বরফের মোড়া ডেস্টিনেশনের খোঁজ করেন, তাহলে দেশের এই ৫ জায়গা ঘুরে দেখতে পারেন।

গুলমার্গ

শীতের মরশুমে জম্মু ও কাশ্মীর ঢাকা পড়ে বরফে। আর সাদা তুষারে মোড়া ভূস্বর্গ দেখতে পর্যটকেরা ভিড় জমান গুলমার্গে। গুলমার্গ ভারতীয় শীতকালীন পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। যদিও এখানে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে পশ্চিম হিমালয়ের পিরপাঞ্জলে অবস্থিত এই ভ্যালি শীতে আপনাকে অনন্য অভিজ্ঞতা এনে দিতে পারে। এই সময় গুলমার্গে আপনি স্কিইং, জেট স্কিইং, গোনডোলা রাইডের মজা নিতে পারবেন।

মুসৌরি

উত্তরাখণ্ডের ‘কুইন অফ হিলস’ বলা হয় মুসৌরিকে। দেরাদুন থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই শৈলশহরও আপনার উইন্টার ডেস্টিনেশন হতে পারে। ইতিমধ্যেই এই শৈলশহর তুষারপাতে ঢেকে গিয়েছে। সুতরাং, এই শীতে মুসৌরি গেলে আপনি সাদা বরফের চাদরে মোড়া ‘কুইন অফ হিলস’ দেখতে পাবেন।

আউলি

উত্তরাখণ্ডের আউলিও পর্যটনদের মধ্যে বেশ জনপ্রিয়। এটি উত্তরাখণ্ডের সুইজারল্যান্ড। হিন্দি সিনেমায় বরফে মোড়া সুইজারল্যান্ডের যে দৃশ্য দেখেন, সেটাই উপভোগ করতে পারবেন আউলিতে। এখানেও স্কিইং করার সুযোগ রয়েছে। আউলিতে প্রতিবছর স্কিইং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শীতের সময় আকাশ পরিষ্কার থাকে, তাই নন্দাদেবী, মানা পর্বত, কামেটের চূড়াও দেখতে পাবেন আউলি থেকে।

চোপতা

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ছোট্ট গ্রাম চোপতা। পঞ্চকেদারের তুঙ্গনাথ ট্রেকিং শুরু হয় এই গ্রাম থেকেই। ট্রেকারদের মধ্যে খুবই জনপ্রিয় এই পর্যটক কেন্দ্রটি। বছরের অন্যান্য সময় এই গ্রাম সবুজে মোড়া থাকে। কিন্তু শীতের সময় যে দিকে তাকাবেন শুধুই সাদা। ট্রেক যদি আপনার প্রিয় না হয়, তাহলে এই শীতে চোপতা হতে পারে উইন্টার ডেস্টিনেশন।

মানালি

শীতের সবচেয়ে জনপ্রিয় ডেস্টিনেশন হল মানালি। মানালিতে তুষারপাতের ভিডিয়ো মাঝেমধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সচক্ষে সেই দৃশ্যের সাক্ষী হতে চাইলে শীতে মানালি ভ্রমণের প্ল্যান আপনাকে বানাতেই হবে। মানালি থেকে আপনি হিমাচল প্রদেশের অন্যান্য পর্যটনকেন্দ্রও সহজেই ঘুরে নিতে পারবেন।