ভারতের এই সব রাস্তায় নাকি অশরীরীর অস্তিত্ব রয়েছে?

এমন কিছু রাস্তার উল্লেখ থাকবে এই প্রতিবেদনে, যা এড়িয়ে যাওয়ারই পরামর্শ দিয়েছেন বহু মানুষ।

ভারতের এই সব রাস্তায় নাকি অশরীরীর অস্তিত্ব রয়েছে?
কোনও কোনও রাস্তায় অশরীরীর উপস্থিতি অনুভূত হয়েছে অনেকের।
Follow Us:
| Updated on: Dec 22, 2020 | 10:03 AM

অশরীরীর (Haunted Indian roads) অস্তিত্ব নিয়ে চায়ের আড্ডায় তুফান চলতেই পারে। কিন্তু সত্যিই যদি এমন কোনও পরিস্থিতির মুখোমুখি হতে হয় আপনাকে? তখন সামলানোই আসল কথা। ভারতের বিভিন্ন রাস্তা নিয়ে প্রচুর জল্পনা রয়েছে। কোনও কোনও রাস্তায় অশরীরীর উপস্থিতি অনুভূত হয়েছে অনেকের। কোনও রাস্তা আবার দুর্ঘটনা প্রবণ। কিন্তু বেশিরভাগ দুর্ঘটনার কারণ ব্যখ্যা করা যায় না। এমন কিছু রাস্তার উল্লেখ থাকবে এই প্রতিবেদনে, যা এড়িয়ে যাওয়ারই পরামর্শ দিয়েছেন বহু মানুষ। কিন্তু যে সব ঘটনা ওই রাস্তায় ঘটেছে বলে তাঁরা দাবি করেছন, তার সত্যতা বিচার আমরা করিনি। শুধুমাত্র বহু মানুষের অভিজ্ঞতায় যে সব রাস্তা অভিশপ্ত বলে জল্পনা রয়েছে, তার উল্লেখ করার চেষ্টা করলাম।

রাঁচি জামশেজপুর এনএইচ-৩৩

পরিসংখ্যান অনুযায়ী এই হাইওয়েতে প্রচুর দুর্ঘটনা ঘটে। কিন্তু বেশিরভাগ সময়েই তার কারণ নাকি খুব অদ্ভুত হয়। কেউ বলেন এই রাস্তা নাকি অভিশপ্ত। আবার কারও মতে এখানে রয়েছে অশরীরী। এই রাস্তার দুই ধারে কিছু ভগ্নপ্রাপ্ত মন্দির রয়েছে। কথিত আছে, কোনও গাড়ির চালক যদি গাড়ি থামিয়ে রাস্তার পাশের এই মন্দিরে প্রণাম না করেন, তাহলে নাকি সেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। শোনা যায়, এমন ঘটনা নাকি সত্যিই ঘটেছে।

ভানগড় দুর্গে যাওয়ার দিল্লি-জয়পুর হাইওয়ে

রাজস্থানের ভানগড় দুর্গ নিয়ে অনেক জল্পনা রয়েছে। এটি ভারতের অন্যতম ভৌতিক জায়গা বলে শোনা যায়। সে কারণেই এই দুর্গে আসার পথে দিল্লি-জয়পুর হাইওয়েকেও অভিশপ্ত বলে মনে করা হয়। অনেক যাত্রী বলেছেন, এই দুর্গ পেরিয়ে যাওয়ার সময় কিছু নেগেটিভ এনার্জি অনুভূত হয়। যা নাকি ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়।

আরও পড়ুন, পিকনিকের প্ল্যান করছেন? কলকাতার কাছে এই সব জায়গা বেছে নিতে পারেন

কাশেরি ঘাট, মুম্বই-গোয়া হাইওয়ে

এই পথ যাঁরা অতিক্রম করেছেন কোনও না কোনও সময়ে, তাঁদের অনেকেরই মত, রাস্তায় যেতে যেতে গাড়ি হঠাৎ করেই নাকি থেমে যায়। এই রাস্তায় গাড়িতে আমিষ নয়, নিরামিষ খাবার নিয়ে যাওয়ারও নাকি পরামর্শ দিয়েছেন অনেকেই।

road

কোনও রাস্তা আবার দুর্ঘটনা প্রবণ। কিন্তু বেশিরভাগ দুর্ঘটনার কারণ ব্যখ্যা করা যায় না।

দিল্লি ক্যান্টনমেন্ট রোড

রাতে এই রাস্তায় যাঁরা একবার গাড়ি চালিয়েছেন, তাঁরা সাধারণত রাতে এড়িয়ে যাওয়ারই পরামর্শ দিয়েছেন। হঠাৎ করেই নাকি রাস্তার ধারে কোনও অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই রাস্তাও ভারতের ভৌতিক রাস্তাগুলির মধ্যে অন্যতম।

আরও পড়ুন, ২০২১-এ কতগুলো ছুটি? ক্যালেন্ডার মিলিয়ে বেড়ানোর প্ল্যান করুন

সত্যমঙ্গলম ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারি, তামিলনাড়ু

এই জঙ্গলের পথে যে হাইওয়ে পড়ে, সেখানে নাকি মাঝেমধ্যেই হঠাৎ করে আলো জ্বলে উঠতে দেখেছেন গাড়ি চালকরা। তাই সম্ভব হলে এই রাস্তা এড়িয়ে চলারই পরামর্শ দেন অনেকে।

আরও পড়ুন, প্রথমবার ভুটান বেড়াতে যাচ্ছেন? দেখে নিন গাইডলাইন