Kerala: আস্ত একটি বাড়ি নিয়েই এবার হবে কেরালা ভ্রমণ! পর্যটকদের জন্য খুলছে প্রথম ‘ক্যারাভান পার্ক’

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Feb 24, 2022 | 10:05 PM

Caravan Park: ক্যারাভানের ভিতরে রয়েছে ডাইনিং টেবিল, একটি সোফা-কাম-বেড, জিপিএস, টয়লেট, ইন্টারনেট কানেকশন, রান্নাঘর, ফ্রিজ, মাইক্রোওয়েভ আভেন ও আরও অনেক কিছু, যা দেখলে চোখ হবে ছানাবড়া।

Kerala: আস্ত একটি বাড়ি নিয়েই এবার হবে কেরালা ভ্রমণ! পর্যটকদের জন্য খুলছে প্রথম ক্যারাভান পার্ক
খুলছে প্রথম 'ক্যারাভান পার্ক'

Follow Us

যাঁরা সারা বছরই ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাঁদের জন্য তো বটেই, আগামী গরমের ছুটিতে দক্ষিণ ভারতের (South India) যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য দারুণ খবর। কারণ কেরালায় (Kearala) পর্যটকদের আকর্ষণের জন্য খুব শীঘ্রই খুলতে চলেছে প্রথম ক্যারাভান পার্ক (caravan park)। ঈশ্বরের আপন দেশের মহিমাই আলাদা। পাহাড়ি এলাকার মনোরম পরিবেশ ও পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থল ইদুক্কিতে (Idukki) শুরু হতে চলেছে এই অভিনব পার্ক।

রাজ্য়ের পর্যটনমন্ত্রী পিএ মোহান্নাদ রিয়াসের মতে, রাজ্য সরকারের নতুন ক্যারাভান পর্যটন নীতির অংশ হিসেবে পার্কটি আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। ট্যুরিস্ট ক্যারাভান হল এমন একটি যান, যা বিশেষ করে ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে। ভ্রমণের সঙ্গে সঙ্গে রয়েছে থাকা-খাওয়া ও বিনোদনের ব্যবস্থা। যদি পর্য়টকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে, তাহলে এই কাস্টমাইজড ও আকর্ষণীয় অটোমোবাইলগুলি একটি মনোরম ভ্রমণ ও থাকার জন্য সমস্ত প্রয়োজনয়ী সুযোগ-সুবিধার ব্যবস্থায় উন্নত করা হবে।

কেরালায় ভ্রমণে যাবেন, কিন্তু এই আরামদায়ক ট্যারিস্ট ক্যারাভানে করে হিল স্টেশনে পৌঁছাবেন না, তা কখনও হতে পারে না। সারা ভারতে এই প্রথমবার এমন অভিনব কায়দায় ক্যারাভান পার্ক খোলা হচ্ছে কেরালার ইদুক্কিতে। জানা গিয়েছে, ক্য়ারাভান পার্কগুলি ভ্রমণকারীদের নিরাপত্তা, স্যানিচারি ও নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই সমস্ত দিক প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই কাস্টমাইজড যানগুলি পর্যটকদের ভ্রমণের পাশাপাশি বিলাসিতা ও সুন্দর করে থাকার ব্যবস্থা ছাড়াও একটি হাউস-অন-হুইল অভিজ্ঞতারও সুযোগ থাকবে। এছাড়া ঈশ্বরের আপন দেশে বিলাসবহুলভাবে ক্যারাভানে থাকার পাশাপাশি মনোরম ও চোখ জোড়ানো গ্রাম্য পরিবেশ দেখারও সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়েছে কেরালা রেন্সপন্সিবল ট্যুরিজম মিশন।

কেরালায় অফবিট জায়গাগুলিতে যদি ভ্রমণের ইচ্ছে তাকে তাহলে এই ক্যারাভান পর্যটকদের জন্য সেরা ব্যবস্থা। প্রত্যন্ত জায়গায় প্রকৃতির মাঝে নিজেকে মুক্ত করতে এই অভিনব যান সত্য়িই আকর্ষণীয়। এছাড়া পর্যটন ব্যবস্থায় এমন ব্যবস্থাপনের ফলে স্থানীয়রাও আরও বেশি করে কর্মসংস্থানের সুযোগ পাবে। আর্থিক উন্নতি হবে। এই ক্যারাভান পার্কে রয়েছে উন্নতমানের নজরদারি ক্যামেরা, শক্তিশালী ফেন্সিং, অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া রয়েছে ২ ধরনের ক্যারাভান, যেখানে ২জন ও পরিবারকে নিয়ে থাকার ব্যবস্থা রয়েছে। ক্যারাভানের ভিতরে রয়েছে ডাইনিং টেবিল, একটি সোফা-কাম-বেড, জিপিএস, টয়লেট, ইন্টারনেট কানেকশন, রান্নাঘর, ফ্রিজ, মাইক্রোওয়েভ আভেন ও আরও অনেক কিছু, যা দেখলে চোখ হবে ছানাবড়া।

আরও পড়ুন: International Flights: মার্চ থেকেই স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা, সিদ্ধান্ত কেন্দ্রের

Next Article