Indian Railways: পুজোয় বেড়াতে যাওয়ার টিকিট কাটতে গিয়ে PQWL, GNWL দেখাচ্ছে? আপনার ট্রেনের সিট কি কনফার্ম হবে, বুঝবেন যেভাবে

Full Form Of IRCTC Codes: পুজোর সময় বেড়াতে যাওয়ার এতটাই হিড়িক, সকাল ৮টা বেজে ১০ মিনিটে টিকিট কাটলে আর কনফার্ম টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিট কাটার পর দেখাচ্ছে RAC, GNWL, PQWL, RLWL, TQWL ইত্যাদি। কিন্তু বুঝতে পারছেন না, এমন লেখার অর্থ কী? জেনে নিন...

Indian Railways: পুজোয় বেড়াতে যাওয়ার টিকিট কাটতে গিয়ে PQWL, GNWL দেখাচ্ছে? আপনার ট্রেনের সিট কি কনফার্ম হবে, বুঝবেন যেভাবে
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 10:41 AM

পুজোয় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? ইতিমধ্যেই রেলের টিকিট বেরোতে শুরু করেছে। ঠিক সকাল ৮টায় আরআইসিটিসি-এর অফিসিয়াল সাইটে লগইন করলেই পাওয়া যাবে অক্টোবরের ট্রেনের টিকিট। কিন্তু পুজোর সময় বেড়াতে যাওয়ার এতটাই হিড়িক, ৮টা বেজে ১০ মিনিটে টিকিট কাটলে আর কনফার্ম টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিট কাটার পর দেখাচ্ছে RAC, GNWL, PQWL, RLWL, TQWL ইত্যাদি। কিন্তু বুঝতে পারছেন না, এমন লেখার অর্থ কী, কিংবা আদৌও পরে কনফার্ম টিকিট পাবেন কি না? ওয়েটিং লিস্টের এই ভাগগুলো সম্পর্কে অবগত থাকলেই বুঝতে পারবেন। তাই জেনে নিন RAC, GNWL, PQWL, RLWL, TQWL শব্দগুলোর অর্থ।

জিএনডব্লুএল (GNWL): General Waiting List—এটি সাধারণ ওয়েটিং লিস্ট। আপনার টিকিটের পাশে যদি GNWL  দেখায়, তাহলে জানবেন, আপনার টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শুধু দেখবেন GNWL-এর পাশে কত নং রয়েছে। সেই নম্বর অনুযায়ী আপনার টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে।

পিকিউডব্লুএল (PQWL): Pooled Quota Waiting List—যে স্টেশন থেকে ট্রেন ছাড়বে এবং যেটা শেষ স্টেশন তার মধ্যবর্তী কোনও স্টেশনে নামার জন্য আপনি যদি টিকিট কাটেন, এবং সে টিকিট যদি কনফার্ম না হয়, তখন PQWL দেখায়। আবার যদি মাঝপথের কোনও স্টেশন থেকে শেষ স্টেশনে নামার জন্য যদি টিকিট কাটেন, সেক্ষেত্রেও ওয়েটিং লিস্ট হলে PQWL দেখাতে পারে।

আরএলডব্লুএল (RLWL): Remote Location Waiting List—দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে বেশ কিছু স্টেশনকে রিমোট লোকেশন হিসেবে চিহ্নিত করা হয়। আপনি যদি সেই সব স্টেশনে নামার জন্য টিকিট কাটেন, সেক্ষেত্রে টিকিট কনফার্ম না হলে RLWL দেখায়। এই ধরনের স্টেশন সব ট্রেন দাঁড়ায় না। তাই টিকিটের পাশে RLWL দেখালে তা কনফার্ম হওয়ার সম্ভাবনা কম।

টিকিউডব্লিউএল (TQWL): টিকিট কাটা নেই। তাই তৎকালে টিকিট কেটে ট্রেনে উঠবেন ভেবেছেন? তৎকালেও আপনাকে দেখাতে পারে ওয়েটিং। তৎকালে টিকিট কাটার পর ওয়েটিং লিস্টে থাকলে টিকিটের পাশে আপনাকে TQWL দেখাতে পারে। এই ধরনের টিকিট কনফার্ম হয় না।

আরএসি (RAC): ধরুন টিকিট ওয়েটিং লিস্টে ছিল। তারপর যদি সেই টিকিট কনফার্ম হয়, তাহলে টিকিটের পাশে RAC অর্থাৎ Reservation Against Cancellation দেখায়। কিন্তু এক্ষেত্রে আপনাকে আরও একজনের সঙ্গে সিট শেয়ার করতে হবে। অর্থাৎ একটি সিটে দু’জন যাত্রা করেন।

সিএনএফ (CNF): আপনার টিকিটের পাশে যদি CNF দেখায়, তাহলে আপনার সব চিন্তা শেষ। কনফার্ম টিকিট হলে তখনই CNF বা Confirmed দেখায়।