Ladakh Festival: লেহ শহরে চলছে লাদাখ ফেস্টিভ্যাল, রঙের উৎসবে মেতে উঠেছে পর্যটকেরাও
Leh-Ladakh: প্রতি বছর সেপ্টেম্বর মাসে লেহ শহরে অনুষ্ঠিত হয় লাদাখ উৎসব। এটি লাদাখের সবচেয়ে রঙিন উৎসব। এই উৎসবে লাদাখের মানুষেরা তাঁদের সংস্কৃতি তুলে ধরে। লাদাখ উৎসবের মাধ্যমে পর্যটকদের কাছে লাদাখি সংস্কৃতি, ইতিহাস ও জীবনধারা তুলে ধরা হয়।

লাদাখ সেজে উঠেছে উৎসবের মরশুমে। গত ২১ সেপ্টেম্বর থেকে লেহ শহরে শুরু হয়েছে লাদাখ উৎসব। লেহ শহরের সবচেয়ে বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান। চারদিন ধরে চলছে এই উৎসব। শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। লোকনৃত্য, ঐতিহ্যবাহী সঙ্গীত, লাদাখি খাবার সব নিয়ে চারদিন ধরে চলে লাদাখের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সময় লাদাখ বেড়াতে গেলে এখানকার শ্বাসরুদ্ধকর দৃশ্য আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে। চিরস্মরণীয় হয়ে থাকবে লাদাখ ট্রিপ।
প্রতি বছর সেপ্টেম্বর মাসে লেহ শহরে অনুষ্ঠিত হয় লাদাখ উৎসব। এটি লাদাখের সবচেয়ে রঙিন উৎসব। এই উৎসবে লাদাখের মানুষেরা তাঁদের সংস্কৃতি তুলে ধরে। পাশাপাশি এখানে হস্তশিল্পের মেলা বসে, তীর-ধনুকের প্রতিযোগিতা এবং পোলো ম্যাচের আয়োজন করা হয়। তবে, এই উৎসবের বিশেষত্ব হল মুখোশ নাচ। লাদাখের মানুষেরা কাঠের তৈরি বড়-বড় মুখোশ পরে এই উৎসবে নাচ-গান করেন। পুরুষেরা ‘গৌচা’ নামের পশমের তৈরি পোশাক পরেন। এটা তাঁদের গলা থেকে কোমর পর্যন্ত বাঁধা থাকে। আর ‘জব্বা’ বা ‘চুবা’ নামের লম্বা কোর্ট করেন। আর মহিলারা ‘পেরাক’ নামের একটি হেডড্রেস পরেন, যা টারকিশ ও কোরাল পাথর দিয়ে সাজানো থাকে। তার সঙ্গে ‘কুন্টপ’ নামের একটি ব্রোকেড পোশাকও পরেন তাঁরা। এছাড়া পুরুষ ও মহিলা উভয়ই ‘কিয়ার’ বা ‘ঝুং’ নামের চামড়ার বুট পরেন। লাদাখের ঠান্ডা আটকাতে মূলত পশমের পোশাক পরেন। তার সঙ্গে পোশাকের ভিতরে ‘কাংরি’ নামের ফায়ারপট নেন তাঁরা।
লাদাখ উৎসবের মাধ্যমে পর্যটকদের কাছে লাদাখি সংস্কৃতি, ইতিহাস ও জীবনধারা তুলে ধরা হয়। লাদাখ সিল্ক রুটের অবিচ্ছেদ্য অংশ। একসময় ভারত, তিব্বত ও মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্যের জন্য এই রাস্তা ব্যবহার করা হত। তাই লাদাখে তিব্বত, মধ্য এশিয়া ও ভারতের সংস্কৃতির ছাপ পাওয়া যায়। তাছাড়া এখানে একসময় তিব্বত, মধ্য এশিয়া ও ভারতীয় শাসকেরা এই অঞ্চলে রাজত্ব করেছে। যদিও লাদাখের বেশিরভাগ মানুষ তিব্বতি বৌদ্ধধর্ম অনুসরণ করেন। আর তাই লাদাখে যে সব বৌদ্ধ মঠ রয়েছে, সেগুলোর জনপ্রিয়তা পর্যটকদের মধ্যে বেশি। লাদাখের বৃহত্তম ও জনপ্রিয় মঠ হেমিস। এখানে পর্যটকদের ভিড় বেশি। তবে, এর পাশাপাশি আপনি ঘুরে দেখতে পারেন থিকসে, আলচি, ডিস্কিট, ফিয়াং মঠ। লাদাখ ফেস্টিভ্যালের সময় এই বৌদ্ধ মঠগুলোও সেজে ওঠে উৎসবের রঙে।
লাদাখের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এখানকার খাবার। লাদাখ উৎসবে লেহ শহরে গেলে এখানকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদও নিতে পারেন। লাদাখের প্রধান খাবারের মধ্যে রয়েছে সাম্পা, বার্লির তৈরি ময়দা এবং থুকপা পাওয়া যায়। এছাড়া ইয়াকের মাংস, চুর্পি (শুকনো পনির), ডাম্পলিং, থেনটুকের মতো খাবার পাওয়া যায়। এছাড়াও স্কিউয়ের মতো নুডলস স্টু আর স্টার ফ্রাই শাকসবজিও পাবেন এই উৎসবে। এছাড়া মাখন চা বা গুড় গুড় চায়ের স্বাদ নিতে পারেন। এগুলো আপনাকে লাদাখের ঠান্ডা আবহাওয়া থেকে সুরক্ষিত রাখবে। উৎসব চলাকালীন গোটা লেহ-লাদাখ ঘোরা সম্ভব নয়। কিন্তু লাদাখ উৎসবের স্বাদ নিতে গেলে আপনাকে সেপ্টেম্বরেই লেহ যেতে হবে।
