করোনা অতিমারি পরিস্থিতিতে সাধারণ ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এশিয়ার অন্যতম পবিত্র ও নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের দরজা। কিন্তু পর্যটকদের জন্য সুখবর, ফের খুলতে চলেছে এই পঞ্চম শতাব্দীর পবিত্র হিন্দু মন্দিরটি। শুক্রবার থেকে কোভিড প্রোটোকল মেনে ভক্তদের জন্য ফেল খুলে দেওয়া হল এই মন্দিরের প্রবেশদ্বার। পশুপতি এরিয়া ডেভেলপমেন্ট ট্রাস্টের মতে, কাঠমান্ডুর জেলা প্রশাসন অফিসের জারি করা নতুন নির্দেশ অনুসারে মন্দিরটি ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য়, কোভিড বিধি মেনে মন্দিরস মসজিদ, মঠ ও গীর্জাস মত উপাসনার জায়গা, ধ্য়ান ও প্রার্থনার মত ক্রিয়াগুলির জন্য অনুমতি দেওয়া হয়েছে। ১৯৭৯ সালে নেপালের এই পবিত্র হিন্দু মন্দিরটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত করা হয়। বাগমতি নদীর তীরে অবস্থিত বিশ্ববিখ্যাত এই মন্দিরটিতে প্রতিদিন নেপাল ও ভারত থেকে হাজার হাজার উপাসকরা ভিড় করেন। তবে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই এই মন্দিরটিতে সাধারণ ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।
কীভাবে পৌঁছাবেন
সড়কপথ-
কাঠমান্ড থেকে মন্দিরের মোট দূরত্ব প্রায় ১৩১০ কিমি। সড়কপথে যেতে প্রায় ২০ ঘণ্টা সময় লাগে। ভারত থেকে সড়কপথে পর্যটকদের জন্য চারটি সীমান্ত পার করতে হয়। একজন ব্যক্তি খুব সহজেই বাস বা গাড়ির মাধ্যমে দিল্লি থেকে কাঠমান্ডু যেতে পারেন।
রেলপথ
দিল্লি থেকে গোরক্ষপুর পর্যন্ত একটি ট্রেনে চড়ে সুনাউলি পর্য়ন্ত বাসে যাত্রা করতে পারেন। তারপর কাঠমান্ডু থেকে আরেকটি বাস পাল্টে পৌঁছে যেতে পারেন। গোরক্ষপুর থেকে দিল্লি হয়ে কাঠমাণ্ডু ভ্রমণের জন্য বিকল্প পথ।
বিমান
দ্রুত ও আরামদায়ক উপায়ে পৌঁছাতে হলে সেরা যাত্রা হল বিমান। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর মূল শহর থেকে মাত্র ৫ কিমি দূরে। দিল্লি থেকে কাঠমাণ্ডু ফ্লাইট সরাসরির ব্যবস্থা রয়েছে। বিমানে করে গেলে মোট সময় লাগে মাত্র ২ ঘণ্টা। কলকাতা, বারাণসী থেকেও ফ্লাইট ধরতে পারেন।
আরও পড়ুন: Incredible India: অতিমারির পর ভ্রমণের পরিকল্পনা করছেন? চলে যান দেশের এই সেরা গন্তব্যগুলিতে