Dawaipani: হাত বাড়ালেই মেঘ পাওয়া যেতে পারে দার্জিলিং-এর এই অফবিটে!

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 19, 2021 | 9:48 AM

এ কথা ঠিক যে, দিন দিন ঘিঞ্জি হয়ে উঠছে দার্জিলিং। অথচ বাড়ির কাছে, সুতরাং ছুটি কাটাতে আর যাবই বা কোথায়। এতদিনে বাঙালি খুঁজে নিয়েছে উত্তরবঙ্গের আরও অনেক অফবিট, খোঁজ পেয়ে গেছে ডুয়ার্সে‌র স্বাদ। কিন্তু দাওয়াইপানি অন্যদের থেকে একটু আলাদা।

Dawaipani: হাত বাড়ালেই মেঘ পাওয়া যেতে পারে দার্জিলিং-এর এই অফবিটে!
দাওয়াইপানি

Follow Us

সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট প্রায় রোজই ঘোরাফেরা করে, যেখানে লেখা থাকে মন খারাপের ওষুধ নাকি পাহাড়। আচ্ছা সত্যিই কি মন খারাপের ওষুধ পাহাড়! এই প্রশ্নের উত্তর তো শুধু পাহাড়প্রেমীদের কাছেই রয়েছে। কিন্তু আমাদের কাছে রয়েছে এমন এক অফবিটের খোঁজ, যার নাম দাওয়াইপানি।

দাওয়াই কথাটা যদি হিন্দিতে উচ্চারিত হয় তাহলে তার অর্থ হল ওষুধ। আর পানি মানে, এই ক্ষেত্রে ধরে নিন জল হাওয়া। অনেক সময় ডাক্তাররাও বলেন যে, সুস্থ থাকতে একটু জল হাওয়ার পরিবর্তন করে আসুন। এবার যদি আপনি মন খারাপের ওষুধ হিসাবে পাহাড় খোঁজেন, তাহলে সোজা চলে যান দাওয়াইপানিতে। দার্জিলিং থেকে এক ঘণ্টা এবং শিলিগুড়ি থেকে মাত্র দেড় ঘণ্টার পথ এই দাওয়াইপানি। আর ঘুম স্টেশন থেকে তো মাত্র কুড়ি মিনিটের পথ এই দাওয়াইপানি।

এ কথা ঠিক যে, দিন দিন ঘিঞ্জি হয়ে উঠছে দার্জিলিং। অথচ বাড়ির কাছে, সুতরাং ছুটি কাটাতে আর যাবই বা কোথায়। এতদিনে বাঙালি খুঁজে নিয়েছে উত্তরবঙ্গের আরও অনেক অফবিট, খোঁজ পেয়ে গেছে ডুয়ার্সে‌র স্বাদ। কিন্তু দাওয়াইপানি অন্যদের থেকে একটু আলাদা।

দাওয়াইপানি

দার্জিলিং থেকে বেশ উঁচুতে অবস্থিত এই গ্রাম, সমুদ্রপৃষ্ঠ থেকে কম করেও হবে ছয় হাজার ফুট উঁচু। দার্জিলিং থেকে যদি পশ্চিমের দিকে চোখ মেলেন হয়তো ধরা দেবে এই দাওয়াইপানি কিংবা নাও খুঁজে পেতে পারেন এই সবুজে ঢাকা গ্রামকে। কিন্তু আপনি যদি একবার পৌঁছে যান এই গ্রামে, তাহলে ওপর থেকেই দেখতে পাবেন দার্জিলিং-এর সৌন্দর্য। আর কাঞ্চনজঙ্ঘা থাকবে একদম আপনার সামনে। এই গ্রাম থেকে যে দিকে তাকাবেন মিলবে শুধুই কাঞ্চনজঙ্ঘা দৃশ্য।

পাহাড়ে প্রতিটা খাদে যেমন কোনও গল্প থাকে, তেমনই এই পাহাড়ি গ্রামেরও রয়েছে একটা ছোট্ট ইতিহাস। এক সময় ব্রিটিশদের প্রিয় কুইন অব হিলস ছিল এই দার্জিলিং। এই গ্রামের একটু নিচে রয়েছে একটা ছোট সেতু, যা তৈরি ব্রিটিশদেরই। যেখান দিয়ে অনবরত বয়ে চলেছে দাওয়াইপানি নদী। ইচ্ছা হলে সকালের দিকে ঘুরে আসতে পারেন এই নদীতে।

যদি কপাল ভাল থাকে, তাহলে মেঘলা আকাশ পাবেন না। আর তখনই অন্য এক রূপ দেখতে পাবেন পাহাড়ের। সকালের মিঠে রোদ এসে যখন পড়ে এই গ্রামে, আপনি ইচ্ছা হলে চাদর মুরি দিয়ে উপভোগ করতে পারেন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। আবার বিকালের ঠাণ্ডা আপনাকে কখন গ্রাস করবে তা আপনি এখানে বসে ঠাওর করতে পারবেন না। আর সন্ধ্যে হলেই নিচে থাকা দার্জিলিং ঝলমলিয়ে উঠবে আলোয়। পাহাড়প্রেমীদের কাছে এই দৃশ্যও বেশ মনোরম। তাই ছুটি কাটাতে কয়েকদিনের জন্য ঘুরে আসুন এই দাওয়াইপানিতে।

আরও পড়ুন: অস্তিত্ব সংকটে শ্রীনগরের বিখ্যাত গোলাপ জল! 

আরও পড়ুন: গা ছমছম অনুভূতি পেতে চান? কার্শিয়াংয়ের এই জায়গার ব্যাপারে জেনে নিন

Next Article