করোনার তৃতীয় তরঙ্গ আসন্ন, তার মধ্যেই মানালির এই ছবি দেখলে চমকে উঠবেন !

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 08, 2021 | 12:51 PM

করোনা বিধি নিষেধ একটু শিথিল হতে না হতেই বেরিয়ে পড়েছেন ভ্রমণ পিপাসুরা। মানালির এই ছবি সত্যিই যেন জানাচ্ছে অশনি সংকেত !

করোনার তৃতীয় তরঙ্গ আসন্ন, তার মধ্যেই মানালির এই ছবি দেখলে চমকে উঠবেন !
মানালি

Follow Us

করনা পরিস্থিতি সামলে সদ্য চেনা ছন্দে ফেরার চেষ্টায় সবাই। এতদিনের বন্দি দশা,মন যেন হাঁপিয়ে উঠেছে। কখনও পাহাড় আবার কখনও বিস্তৃত সমুদ্র দিচ্ছে হাতছানি। তাই কোভিড বিধি একটু শিথিল হতে না হতেই ঘুরতে বেরিয়ে পড়েছেন অনেকেই।

যেমন, মানালির এই ছবি দেখলে সত্যি চমকে উঠবেন। সমতলের গরম কাটাতে ভ্রমণ পিপাসুরা পাড়ি দিয়েছেন পাহাড়ের দেশে।  যেখানে করনার তৃতীয় তরঙ্গ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেখানে মানালি  উঠে এল মানালি মার্কেটের এক অন্য ছবি। থিক থিক করছে ভিড়,লোকে লোকারণ্য। কে বলবে এই তো কয়েকদিন আগে পর্যন্ত বাড়ি থেকে বেরোনোর জন্যও ভাবতে হতো কয়েকশোবার।

 

সেখানে এরই মধ্যে এত ভিড় ! সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হতে না হতে নেটিজেনদের মধ্যে তীব্র আলচনার ঝড়। অনেকে লেখেন কিছুদিন আগে হাসপাতালের বেডের জন্য হাহাকার ছিল আর এখন হোটেলের বেডের জন্য হাহাকার।

আরও পড়ুন:ত্বকের উজ্জ্বল ও ফর্সাভাব আনতে টমেটোর প্যাক লাগান, উপকার মিলবে এক সপ্তাহের মধ্যেই!

হিমাচল প্রদেশ সরকার গত মাসেই শিথিল করে দিয়েছে সব রকম বিধিনিষেধ। না দেখাতে হচ্ছে ই-কোভিড পাস, না দরকার লাগছে আরটিপিসি নেগেটিভ রিপোর্ট। ফলে ভিড় জমিয়েছে পর্যটক। তবে এই ভিড়ই কি জানান দিছে নতুন কোন ভয়াবহতা! এই প্রশ্নই এখন সাধারণের মনে।

Next Article