Rat Tour: আমেরিকায় টাইমস স্কোয়্যার ছেড়ে ইঁদুর দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা, নিউ ইয়র্ক শহরে র‍্যাট ট্যুরের রমরমা

New York City: ২০১৯ সালে কেনি বলওয়ার্ক মিসৌরি থেকে নিউ ইয়র্ক আসেন এই শহরের ইঁদুরের উৎপাত দেখতে। তিনি শহরের বিভিন্ন স্থান গিয়ে সপ্তাহে তিন থেকে পাঁচবার ইঁদুরের ছবি তোলেন। কীভাবে শহর থেকে ইঁদুরের উপদ্রব বন্ধ করা যায়, সেটাই তাঁর লক্ষ্য।

Rat Tour: আমেরিকায় টাইমস স্কোয়্যার ছেড়ে ইঁদুর দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা, নিউ ইয়র্ক শহরে র‍্যাট ট্যুরের রমরমা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 12:45 PM

‘স্টুয়ার্ট লিটল’কে মনে আছে? ১৯৯৯-এর সেই বিখ্যাত হলিউডি ছবি, যেখানে ইঁদুরই আসলে সিনেমার হিরো? পরবর্তীতে অবশ্য সিক্য়ুয়েলও হয়েছিল এই ছবির—‘স্টুয়ার্ট লিটল ২’ আর ‘স্টুয়ার্ট লিটল ৩’। ই.বি. হোয়াইট-এর ১৯৪৫ সালের উপন্যাসের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছিল প্রথম ছবিটি। এখন সেই ১৯৪৫-এর ‘স্টুয়ার্ট লিটল’-এর সঙ্গে হঠাৎ ২০২৩-এর আমেরিকা—আরও নিখুঁতভাবে বললে ২০২৩-এর নিউ ইয়র্কের—কী সম্পর্ক? আছে, আছে সম্পর্ক আছে কারণ হঠাৎ করেই ২০২৩-এর নিউ ইয়র্ক সিটির ‘সেন্টার অব অ্যাট্রাকশন’ হয়ে উঠেছে এই ‘স্টুয়ার্ট লিটল’-এর দল। কেন?

নিউ ইয়র্ক শহর বেড়াতে গেলে বেশিরভাগ পর্যটক ঘুরে দেখেন সেন্ট্রাল পার্ক, স্ট্যাচু অফ লিবার্টি, টাইমস স্কোয়ার ইত্যাদি। কিন্তু আজকাল নিউ ইয়র্ক সিটিতে পর্যটকেরা যাচ্ছেন ইঁদুর দেখতে। নিউ ইয়র্ক সিটিতে বেড়েছে ইঁদুরের দৌরাত্ম। সেটা দেখতেই ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। আমেরিকার এই শহরে প্রায় ১ কোটিরও বেশি ইঁদুর রয়েছে। এই ইঁদুর দমনের জন্য নিউ ইয়র্ক সিটির প্রশাসন কড়া ব্যবস্থাও গ্রহণ করেছে। কিন্তু শহরে কমেনি ইঁদুরের কর্মকাণ্ড। সাধারণ মানুষ এই ইঁদুরের জ্বালায় বিরক্ত ঠিকই। আবার বেশ কিছু মানুষ অংশ নিচ্ছেন শহরের র‍্যাট ট্যুরে (Rat Tour)।

র‍্যাট ট্যুরের গাইড হিসেবে কাজ করেন নিউ ইয়র্কের বাসিন্দা কেনি বলওয়ার্ক। যদিও তিনি পেশাদার ট্যুর গাইড নন। কিন্তু তিনি নিউ ইয়র্ক শহরের আশেপাশে, বিভিন্ন জায়গায় ইঁদুরের কর্মকাণ্ড নথিভুক্ত করেন। নিউ ইয়র্ক শহরের ইঁদুরের তাণ্ডব ধরা পড়েছে তাঁর Tiktok ভিডিয়োতে। ভিডিয়োটিতে সোশ্যাল মিডিয়ায় ১০,০০০-এরও বেশি ভিউ। পাশাপাশি ভিডিয়ো স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

২০১৯ সালে কেনি বলওয়ার্ক মিসৌরি থেকে নিউ ইয়র্ক আসেন এই শহরের ইঁদুরের উৎপাত দেখতে। তিনি শহরের বিভিন্ন স্থান গিয়ে সপ্তাহে তিন থেকে পাঁচবার ইঁদুরের ছবি তোলেন। কীভাবে শহর থেকে ইঁদুরের উপদ্রব বন্ধ করা যায়, সেটাই তাঁর লক্ষ্য। শহরের মধ্যে ইঁদুরের দৌরাত্ম ধরা পড়েছে তাঁর ভিডিয়োতে। সেটাই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। নিজে চোখে নিউ ইয়র্ক শহরে ইঁদুরের কর্মকাণ্ড দেখতে বহু পর্যটক দ্বারস্থ হয়েছেন বলওয়ার্কের কাছে। ইঁদুর দেখায় আগ্রহ দেখাচ্ছেন বহু মানুষ।

ইঁদুরের উপদ্রব কমানোর জন্য মেয়র ক্যাথলিন কোরাডিকে নিযুক্ত করা হয়েছে। আগের বছরের তুলনায় এই বছর ইঁদুরের দৌরাত্ম কমেছে ১৫ শতাংশ। কিন্তু তাতেও ইঁদুরের জ্বালাতন কমেনি শহরে। তবে, সমস্যা সমাধানের জন্য বেশ কিছু সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি খাদ্যপণ্য বা বর্জ্য পদার্থ সঠিক জায়গায় ফেলার জন্যও শহরের বাসিন্দাদেরও সক্রিয়ভাবে কাজ করতে হচ্ছে।