Valentine’s Day 2022: এই বছর ভ্যালেন্টাইনস ডে কোথায় কাটাবেন এখনও ঠিক করেননি? রইল ৫টি রোম্যান্টিক ডেস্টিনেশনের খোঁজ

প্রকৃতির কোলে, শান্তি পরিবেশে যদি মনের কথা বলা যেত, তাহলে কতই না ভাল হত। এত আগে-পিছু ভাবতে ভাবতে ভ্যালেন্টাইনস ডে'তে ঘুরতে যাওয়ার প্ল্যান এখনও যদি না করে থাকেন তাহলে বেছে নিতে পারেন ভারতের এই অফবিট রোম্যান্টিক জায়গাগুলি...

Valentine’s Day 2022: এই বছর ভ্যালেন্টাইনস ডে কোথায় কাটাবেন এখনও ঠিক করেননি? রইল ৫টি রোম্যান্টিক ডেস্টিনেশনের খোঁজ
হ্যাভলক দ্বীপ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 5:01 PM

অফিসের ব্যস্ততা, সংসারের কাজকর্ম থেকে অবসর মেলে না যে আবার কিছুটা সময় একসঙ্গে কাটাবেন। এখন হলিডে প্ল্যান করতে গেলে অনেক কিছুই ভাবতে হয় আপনাদের দুজনকেই। তবুও মনে হয়, যদি এমন কোনও জায়গায় একসঙ্গে যাওয়া যেত, তাহলে কেমন হত। এমন কোনও জায়গা যদি যাওয়া যেত যেখানে শুধু আমরা দুজন থাকব। প্রকৃতির কোলে, শান্তি পরিবেশে যদি মনের কথা বলা যেত, তাহলে কতই না ভাল হত। এত আগে-পিছু ভাবতে ভাবতে ভ্যালেন্টাইনস ডে’তে ঘুরতে যাওয়ার প্ল্যান এখনও যদি না করে থাকেন তাহলে বেছে নিতে পারেন ভারতের এই অফবিট রোম্যান্টিক জায়গাগুলি…

উটি

হানিমুন ডেস্টিনেশন হিসাবে দক্ষিণ ভারত বেশ জনপ্রিয়। কিন্তু ভ্যালেন্টাইনস ডে খুব কম মানুষই ভিড় করে দক্ষিণে। তাই দক্ষিণ ভারতের উটি আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে। নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত, এই জায়গা থেকে আপনি প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণ করতে পারবেন। আপনার সঙ্গীর সঙ্গে কিছুটা কোয়ালিটি টাইম কাটাতে পারবেন এখানে। যেহেতু এখন ফেব্রুয়ারি মাস তাই আবহাওয়াও বেশ মনোরম এই অঞ্চলে।

হ্যাভলক দ্বীপ

আপনি এবং আপনার সঙ্গী যদি সমুদ্র সৈকত ভালবাসেন, তাহলে আপনি হ্যাভলক দ্বীপে ভ্যালেন্টাইনস ডে কাটানোর প্ল্যান করতে পারেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, হ্যাভলক দ্বীপ আপনার সঙ্গীর সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত কাটানোর জন্য একদম উপযুক্ত। এখানে ভিড় কম। সমুদ্রের নীল ঢেউ উপভোগ করতে পারেন আপনার প্রিয় মানুষটার সঙ্গে। সোনালি বালির ওপর দিয়ে হাতে হাত রেখে বহু দূর হেঁটে যেতে পারেন। সমুদ্র সৈকতে বসে একসঙ্গে দেখতে পারেন সূর্যাস্তও।

গোয়া

গোয়া শুধু পার্টি লাভারদের প্রিয় জায়গা নয়। আপনি ও আপনার সঙ্গী যদি প্রকৃতি প্রেমী হন এবং একসঙ্গে কিছুটা সময় নিরিবিলিতে কাটাতে চান তাহলেও কম দিনের জন্য গোয়া যাওয়ার প্ল্যান করতে পারেন। গোয়ার পর্তুগিজ স্থাপত্যগুলো আপনাদের মন কেড়ে নিতে বাধ্য। এছাড়া সাউথ গোয়ার বিচে আপনি চাইলে ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান করতে পারেন পার্টনারের সঙ্গে।

ঋষিকেশ

আপনারা দুজনের পাহাড়ের কোলে সময় কাটাতে ভালবাসেন। দুজনের ইচ্ছা অ্যাডভেঞ্চার মূলক কার্যকলাপ উপভোগ করার? এর জন্য সেরা ডেস্টিনেশন হল ঋষিকেশ। উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত ঋষিকেশ। পাহাড়ের মাঝ বরাবর অনবরত বয়ে চলেছে গঙ্গা। এই খরস্রোতা নদীতে আপনি করতে পারবেন রিভার রাফটিং। এছাড়াও এখানে রয়েছে বাঞ্জি জাম্পিং থেকে শুরু করে একাধিক রুটে ট্রেক করার সুযোগ। একটু অন্য ধরনের ভ্যালেন্টাইনস ডে কাটানোর ইচ্ছা থাকলে চলে আসুন দেবভূমিতে।

কুর্গ

কর্ণাটকে অবস্থিত কুর্গকে ভারতের স্কটল্যান্ড বলা হয়। হ্রদ, পাহাড়, কফির বাগান এবং সুন্দর জলপ্রপাতের মধ্যে রোমান্টিক ছুটি কাটানোর জন্য এটি সেরা জায়গা। হোটেলের ব্যালকনিতে ওয়াইন পান উপভোগ করতে পারেন একে অপরের কোম্পানি। সবুজের মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এখানে। পক্ষীপ্রেমীদের জন্য স্বর্গোদ্যান এই জায়গা। রয়েছে জঙ্গলের মধ্যে ট্রেক করারও সুযোগ।

আরও পড়ুন: ভালবাসা জানতে শুধু একটা গোলাপ দেবেন? বরং ভারতের গোলাপ বাগানগুলি ভ্রমণের পরিকল্পনা করুন সঙ্গীর সঙ্গে