AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India’s Shortest Train Route: ৩ কিলোমিটার পথের ভাড়া ১২৫৫টাকা, দেশের ক্ষুদ্রতম রেলপথ কোনটি?

Indian Railway: ভারতীয় রেল নেটওয়ার্কে রয়েছে সবচেয়ে ধীরগতির ট্রেন, বিলাসবহুল ট্রেন, দেশের দীর্ঘতম রেলপথ ইত্যাদি। একইভাবে রয়েছে, দেশের সবচেয়ে ছোট রেলপথ। কিন্তু ভাড়া শুনলেই কপালে চোখ উঠবে আপনার।

India's Shortest Train Route: ৩ কিলোমিটার পথের ভাড়া ১২৫৫টাকা, দেশের ক্ষুদ্রতম রেলপথ কোনটি?
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 9:45 AM
Share

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেল। ভারতীয় রেল ১১৫,০০০ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। দেশের মোট ৭,৩৪৯ স্টেশন থেকে প্রতিদিন ১৩,১৬৯ যাত্রীবাহী ট্রেন এবং ৮,৪৭৯ পণ্যবাহী ট্রেন চলাচল করে। দেশের ২.৩ কোটি মানুষের প্রতিদিনের যাতায়াতের মাধ্যম হল এই ভারতীয় রেল। এই রেল নেটওয়ার্কে রয়েছে সবচেয়ে ধীরগতির ট্রেন, বিলাসবহুল ট্রেন, দেশের দীর্ঘতম রেলপথ ইত্যাদি। একইভাবে রয়েছে, দেশের সবচেয়ে ছোট রেলপথ। কিন্তু ভাড়া শুনলেই কপালে চোখ উঠবে আপনার।

ভারতীয় রেলের ক্ষুদ্রতম রেলপথ অবস্থিত মহারাষ্ট্রে। ছোট দৈর্ঘ্যের রেলপথ রয়েছে নাগপুর ও অজনি স্টেশনের মধ্যে। মহারাষ্ট্রের এই দুই স্টেশনের মধ্যে দৈর্ঘ্য মাত্র ৩ কিলোমিটার। ট্রেন ছাড়ার ৯ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। নাগপুর থেকে অজনির দূরত্ব মাত্র ৩ কিলোমিটার এবং এটি ৯ মিনিটেই পৌঁছে যাওয়া যায়। আর এই রুটে চলাচল করে একাধিক এক্সপ্রেস ট্রেন।

মহারাষ্ট্র এক্সপ্রেস, শালিমার-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস, ভিদার্ভা এফএফ এক্সপ্রেস, সেবাগ্রাম এফএফ এক্সপ্রেস—এই চারটি এক্সপ্রেস ট্রেন চলাচল করে নাগপুর থেকে অজনি মধ্যে। নাগপুর থেকে অজনির জেনারেলের ভাড়া মাত্র ৬০ টাকা। দুটো স্টেশনের মধ্যে স্লিপার ক্লাসের ভাড়া ১৭৫ টাকা। এসি থ্রি টায়ারের ভাড়া ৫৫৫ টাকা। এসি টু টায়ারের ভাড়া ৭৬০ টাকা। কিন্তু আপনি যদি নাগপুর থেকে অজনিফার্স্ট ক্লাস এসিতে যাত্রা করতে চান, তাহলে খরচ পড়বে ১২৫৫ টাকা। এসি ফার্স্ট ক্লাসের ভাড়া ১২৫৫ টাকা।

এই ৩ কিলোমিটারের পথেরও যাত্রী রয়েছে। দেশের ক্ষুদ্রতম রেলপথে ট্রেন চাপার অভিজ্ঞতা সঞ্চয় করতে চান অনেকেই। তাই নাগপুর থেকে অজনির ট্রেনও ধরেন বহু মানুষ। যে চারটি এক্সপ্রেস ট্রেন এই রুটে চলাচল করে, সেগুলো এই দুই স্টেশনে ২ মিনিট করে দাঁড়ায়।

নাগপুরের চেয়েও অজনি স্টেশনের বেশি সুন্দর। এই স্টেশনের সমস্ত রেলকর্মীই মহিলা। স্টেশন মাস্টার সহ মোট ২২ জন মহিলা অজনি স্টেশন কর্মরত। তার মধ্যে ৪ জন টিকিট চেকার, ৬ জন ক্লার্ক, ৪ জন সাফাই কর্মী, ৪ জন কুলি ও ৩ জন আরপিএফ।