পর্যটকদের জন্য ফের একবার সুখবর। কারণ চলতি বছরেই সুন্দরবনকে ঘিরে তৈরি হতে চলেছে নয়া পর্যটন পরিকাঠামো। বিধানসভায় একবার পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছিলেন, সুন্দরবন পর্যটন পরিকাঠামো উন্নত করার একটি পরিকল্পনা করা হয়েছে। মন্ত্রীর মতে, রাজ্য সরকার বেসরকারি খাতের সঙ্গে সুন্দবনে নতুন পরিকাঠামোর সম্ভাবনার একটি হোস্ট পরিকল্পনা নিযুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
সুন্দরবনের মত অফবিট জায়গাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য পরিবেশ-বান্ধব হোটেল ও বিনোদনের একটি কেন্দ্রস্থল হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। যেখানে দুটি প্রধান জিনিসের মধ্যে একটি হল সুন্দরবেনর বনাঞ্চলে সেই একটি প্রকল্প তৈরি হবে।
কৌতূহলী পর্যটকদের জন্য সুন্দরবনের প্যাকেজ ট্যুরের একটি রেঞ্জ চালু করেছে রাজ্য সরকার। অন্যান্য জিনিসের মধ্যে ব-দ্বীপের জঙ্গল ও পিছনে ফেরি করার জন্য লঞ্চ চালু করেছে। বর্তমানে এই এলাকার পরিকাঠামো উন্নত করতে ও সুন্দরবনের উন্নয়নের জন্য অন্যান্য উপায় খুঁজছে সরকার।
সরকারি প্রতিবেদন অনুসারে, পশ্চিমবঙ্গ সরকার আগামী ৬ মাসের মধ্যে সুন্দরবনে হাউসবোট পরিবেষা শুরু পরিকল্পনা করেছে। অনেককা কাশ্মীরের ডাল লেকের সুন্দর সুন্দর হাউসবোটগুলির মত। সুন্দরবন হল ভারত তথা এশিয়ার একটি বৃহত ম্যানগ্রোভ জঙ্গল। যেটি দেশের অনন্য গন্তব্যগুলির মধ্যে একটি। এই ঘন ও গভীর জঙ্গলের মধ্যেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। এছাড়াও এখানে রয়েছে অন্যান্য প্রজাতির প্রাণী।
সরকারি হিসেব মত, বর্তমানে সুন্দরবন জঙ্গলে প্রায় ৪০০-এর বেশি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। বনের থেকে অনেকটা দূরে , চরের কাছাকাছিই ভ্রমণের জন্য এই অভিনব পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত রাজ্য সরকারের এটি একটি ড্রিম প্রজেক্ট। যেখানে উন্নয়নের পাশাপাশি সুন্দরবন হয়ে উঠবে দেশের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। যেখানে পর্যটকরা জঙ্গল ও মোহনার পরিবেশে অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।
আরও পড়ুন: Delta 105: দিল্লির কাছেই তৈরি হয়েছে অভিনব ও দুঃসাহসিক আর্মি থিম পার্ক! রয়েছে দীর্ঘতম জিপলাইনও