
মেঘালয় নামটা শুনলেই মনে হয়, এখানে যেন মেঘেদের আনাগোনা। তবে, মেঘালয়ের এমন একটি অঞ্চলও রয়েছে যেখানে আপনি সত্যি মেঘেদের বাড়ি খুঁজে পেতে পারেন। এই জায়গার নাম হল মৌসিনরাম। রাজধানী শিলং থেকে মাত্র ৫৬ কিলোমিটার দূরেই অবস্থিত মৌসিনরাম। বর্তমানে যে জায়গার নাম রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। কারণটা হল ওই মেঘেদের বাড়ি। আসলে এখানে সারা বছর বৃষ্টি হয়। বার্ষিক গড় বৃষ্টিপাত ১২,০০০ মিলিমিটারের বেশি। এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৮৫ সালে এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৬,০০০ মিলিমিটার।
শহরের বুকে থেকে প্রতিদিন একঘেয়ে বৃষ্টি ভাল না লাগলেও, মৌসিনরামের পরিবেশ আপনার মন ছুঁতে বাধ্য। এখান কখন যে মেঘ এসে আপনাকে জাপটে ধরবে তা বোঝা মুশকিল। তবে, পাইন বনের মধ্য দিয়ে এই মৌসিনরামের প্রাকৃতিক সৌন্দর্যের আনন্দ নিতে মন্দ লাগবে না। পূর্ব খাসি পাহাড়ের কোলে অবস্থিত এই মৌসিনরাম, মেঘালয়ের অন্যতম পর্যটন কেন্দ্র।
মেঘালয় নামটা শোনা মাত্রই যেমন চোখের সামনে ভেসে ওঠে নীল আকাশ, সাদা মেঘ, সুদূর সবুজ প্রান্তর, ঢেউ খেলানো পাহাড়, স্বচ্ছ নদী, পাহাড় বেয়ে বয়ে আসা জলপ্রপাত, হ্রদ, অর্কিডের বাগান আর উপজাতি। এই সব কিছুই আপনি উপভোগ করতে পারবেন মৌসিনরামের রাস্তায়। তাছাড়া এখানে দর্শনীয় স্থান হিসাবে রয়েছে মাওজুমবুঁই কেভ ও জাকরেম। পাহাড়ের রাস্তা ধরে হেঁটেই পৌঁছে যেতে পারেন মাওজুমবুঁই গুহার একদম সামনে। রহস্যে ঘেরা প্রাচীন এক প্রাকৃতিক গুহা। যদিও এখানের স্ট্যালাগমাইটে তৈরি শিবলিঙ্গটি মূল আকর্ষণ।
মেঘেদের আনাগোনা যেখানে…
মেঘ তো সঙ্গেই আছে। কিন্তু এখানে যখন তখন এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিতে পারে আপনাকে। তাই বাইরে বেরোলে ছাতা মাস্ট। কিন্তু বৃষ্টির দৌলতেই এই মৌসিনরামের প্রাকৃতিক সৌন্দর্য এতটা স্নিগ্ধ। নেই শহুরে কোলাহল। রয়েছে শুধুই পাখিদের গুঞ্জন। এখানের জীবনযাত্রাও অনেক সরল। মূলত এখানের মানুষরা হলেন খাসি উপজাতি।
চেরাপুঞ্জিকে হার মানিয়ে বৃষ্টিপাতে জায়গা দখল করলেও, চেরাপুঞ্জি ও মৌসিনরামের মধ্যে রয়েছে আর এক যোগসূত্র। সেটা হল এখানের ডাবল ডেকার ব্রিজ। মেঘালয়ের অন্যতম দর্শনীয় স্থান হল লিভিং রুট ব্রিজ, সেরকম হল ডাবল ডেকার ব্রিজ। এই ব্রিজ গুলি মূলত খাসি উপজাতিদের তৈরি। সুতরাং ইচ্ছা হলে, ছুটি কাটিয়ে আসুন পৃথিবীর ‘ওয়েটেস্ট’ গ্রামে।
আরও পড়ুন: মেঘালয়ের সৌন্দর্য্য লুকিয়ে আছে এই ৭টি জলপ্রপাতে! দেখে নিন এক নজরে…
আরও পড়ুন: মেঘালয়ের বৃষ্টি উপভোগ করতে চান? আপনাকে এই ১০টা জায়গায় যেতেই হবে
আরও পড়ুন: ভূস্বর্গ ভয়ঙ্কর নয় জাফরান হারভেস্ট ফেস্টিভ্যালে জেগে উঠছে পুলওয়ামা