AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vasco da Gama: কোল্লাম নাকি কালিকট! দক্ষিণের কোন জায়গাতে পা রেখেছিলেন ভাস্কো-দা-গামা?

মজার ব্যাপার হল, ভাস্কো দা গামা কেরালার কোচিতে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তৃতীয়বারের জন্য এদেশে এসে অসুস্থ হয়ে পরেন।

Vasco da Gama: কোল্লাম নাকি কালিকট! দক্ষিণের কোন জায়গাতে পা রেখেছিলেন ভাস্কো-দা-গামা?
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Nov 10, 2021 | 4:34 PM
Share

ভারতে প্রথম কোথায় পা রেখেছিলেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা? ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক, যিনি পঞ্চদশ শতাব্দীতে জাহাজপথে সমুদ্রযাত্রা করে ভারত আসেন। ভারতে প্রথম যে রাজ্যে প্রথম পা রেখেছিলেন, তার নাম কেরালা। তথ্য অনুযায়ী সকলেই জানি, কালিকটের নিকটবর্তী কোঝিকোড়ে অবস্থিত কাপ্পাডুতে প্রথম অবতরণ করেছিলেন। সেখানে থাকাকালীনই তিনি গোটা এঅই সৈকত শহর ঘুরে দেখেছিলেন।

বর্তমানে এই কাপ্পাডুতে গেলে সেখানে এখনও সেই ঐতিহাসিক মুহূর্তের ছোঁয়া পাবেন। একটি পাথরের শিলালিপি দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে, ১৪৯৮ সালে ভাস্কো দা গামা কাপাড্ডুতে অবতরণ করেছিলেন। মনোরম এই সৈকত অনেকটা কেরালার জমজমাট সমুদ্রসৈকতের মতোই। তবে এখানে রয়েছে ঐতিহাসিক ঘটনার একটি মেলবন্ধন। প্রধান শহর থেকে প্রায় ১৬ কিমি দূরে অসাধারণ জায়গায় পরিবার বা একান্তে সময় কাটানোর ব্যবস্থা রয়েছে।

পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা প্রথম ইউরোপীয় হয়ে সমুদ্রপথে ভারতে পৌঁছান। ভারতে তিনি একাধিকবার সমুদ্রযাত্রা করেছিলেন। ইউরোপ থেকে ভারতে সলমুদ্রপথ খোলার দায়িত্ব ছিল তাঁর উপরই। আরও বিস্তারিত বললে বলা যায়, পশ্চিম বিশ্বের সঙ্গে পূর্ব বিশ্বের মেলবন্ধন হয়েছিল তাঁর হাত ধরেই। দেশে অবতরণের সঠিক তারিখটি হল ১৪৯৮ সালে ২০ মে। আর এটাই সরকারি খাতাতেই রেকর্ড করা রয়েছে।

সমুদ্র সৈকতে একটি হিন্দু মন্দির রয়েছে, যেটি প্রায় ৪০০ বছরের পুরনো বলে জানা যায়। কাছেই রয়েছে নদী, যেটি ব্যাকওাটারের মতোনই ভ্রমণের জন্য এদিক-ওদিক যাওয়া যায়। কেরালার সবচেয়ে বেশি আকর্ষণীয় অভিজ্ঞতাগুলির মধ্যে অন্যতম।

ভারতে আসার ব্যাপারে ভাস্কো-দা -গামার মূল উদ্দেশ্য ও গুরত্ব নিয়ে নানান বিতর্ক রয়েছে। ভারতে কোথয় প্রথম পা রাখেন, তার সঠিক অবস্থান সম্পর্কে এখনও অনেক বিশেষজ্ঞের সন্দেহ রয়েছে। কারণ কেউ কেউ বিশ্বাস করেন, কেরালাতে পা রাখলেও কালিকটে নয়, কোল্লামেপ কাছে পান্থলায়নিতে প্রথম এসেছিলেন তিনি। ইতিহাসবিদ এম.জি.এস. নারায়ণন যদিও এই তথ্যটি বিশ্বাস করেন। তাঁর মতে, কোঝিকোড়ের সেই দিনগুলিতে একটি বন্দরও ছিল না। তবে পান্থলায়নিতে একটি বন্দর ছিল।

মজার ব্যাপার হল, ভাস্কো দা গামা কেরালার কোচিতে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তৃতীয়বারের জন্য এদেশে এসে অসুস্থ হয়ে পরেন। শহরের প্রাচীন সেন্ট ফ্রান্সিস চার্চে সমাহিত করা হয়। গির্জাটি ১৫০৩ সালে নির্মাণ করা হয়েছিল।

আরও পড়ুন: Ayodhya: আগামী ১০ বছরের মধ্যে বিশ্বের বৃহত্তম ‘আধ্যাত্মিক ট্যুরিজম’ গন্তব্য হবে অযোধ্যা!