Andaman & Nicobar Island: ভেসে যেতে আর বাধা নেই, খুলছে দক্ষিণ আন্দামানের পর্যটনস্থলের দরজা!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Feb 10, 2022 | 11:51 PM

বাঁধন আলগা করা হয়েছে উৎসব-অনুষ্ঠানের আয়োজনেও। সূত্রের খবর অনুযায়ী সমস্ত খেলার মাঠ, উদ্যান, জিম, স্টেডিয়াম ও যোগা প্রতিষ্ঠান খোলার অনুমতিও মিলেছে। প্রত্যাহার করা হয়েছে নাইট কার্ফু।

Andaman & Nicobar Island: ভেসে যেতে আর বাধা নেই, খুলছে দক্ষিণ আন্দামানের পর্যটনস্থলের দরজা!

Follow Us

আন্দামান এবং নিকোবর প্রশাসনের (Andaman & Nicobar administration) তরফে দক্ষিণ আন্দামানস্থিত জেলার (South Andaman district ) ট্যুরিস্ট স্পটগুলি পর্যটকদের (tourism activities )জন্য ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসনের তরফে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রথমত, দক্ষিণ আন্দামানে ঘুরতে হলে পর্যটকদের কঠোরভাবে মানতে হবে সবরকম কোভিডবিধি (COVID protocols)। কর্তৃপক্ষের তরফে পর্যটকদের মনোরঞ্জনের জন্য সেলুলার জেল, মিউজিয়াম এবং নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপে সাউন্ড অ্যান্ড লাইট শো পুনরায় চালু করার কথাও ঘোষণা করা হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ইতিমধ্যে, দক্ষিণ আন্দামানের জেলাশাসক সুনীল আঞ্চিপাকা সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে কোভিডবিধিতে কিছু ছাড়ের কথা ঘোষণা করেছেন। উদাহরণ হিসেবে রাজনৈতিক, সামাজিক, বিনোদনকেন্দ্রিক সমাবেশে শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়া হয়েছে খেলাধূলায়। সাংস্কৃতিক ও ধর্মীয়সভাতেও দেওয়া হয়েছে ছাড়। বাঁধন আলগা করা হয়েছে উৎসব-অনুষ্ঠানের আয়োজনেও। সূত্রের খবর অনুযায়ী সমস্ত খেলার মাঠ, উদ্যান, জিম, স্টেডিয়াম ও যোগা প্রতিষ্ঠান খোলার অনুমতিও মিলেছে। প্রত্যাহার করা হয়েছে নাইট কার্ফু।

উল্লেখ্য, ওমিক্রনের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই আন্দামান ও নিকোবর প্রশাসনের তরফে সমস্ত পর্যটনস্থলগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে গত সপ্তাহে কর্তৃপক্ষের তরফে ৫০ শতাংশ পর্যটক নিয়ে ট্যুরিস্ট স্পটগুলি খোলার সিদ্ধান্ত ঘোষণা করে। এমনকী পর্যটনস্থলগুলি কতক্ষণ খোলা থাকবে সেই সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়।

আন্দামানে যাওয়ার বিধি

দুই বছর বয়সের বেশি বয়স হলেই এবং আংশিক বা পূর্ণ ভ্যাকসিন নেওয়া থাকলেও সকল পর্যটককে পোর্টব্লেয়ারের বীর সাভারকর বিমানবন্দরে নামতে হলে হাতে রাখতে হবে গত ৪৮ ঘণ্টার মধ্যে করানো আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট।

এখানেই শেষ নয়। গত ৩০ দিনের মধ্যে বিদেশযাত্রা করেছেন এমন যাত্রী, সেইসঙ্গে আংশিক ভ্যাকসিনপ্রাপ্ত কিংবা ভ্যাকসিন পাননি এমন যাত্রীদের বিমানবন্দরে অবতরণের পর করা হবে আরটি-পিসিআর টেস্ট। আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ আসা অবধি তাঁদের থাকতে হবে আইসোলেশনে। কোনও যাত্রীর কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ হলে তাঁকে বিধিমতো থাকতে হবে কোয়ারেন্টাইনে ।

আরও পড়ুন: Igloo Cafe: পর্যটকদের জন্য দারুণ খবর! গুলমার্গের বিশ্বের বৃহত্তম ইগলু ক্যাফে খোলা থাকবে মার্চ অবধি

Next Article