AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Makar Sankranti 2023: রঙিন ঘুড়ি, এয়ার বেলুন, সুস্বাদু খাবার! সংক্রান্তিতে ভিন্ন স্বাদ পেতে ঘুরে আসুন কেল্লার দেশে

Incredible India: ঐতিহ্যের রঙে ভেজা বেশ কয়েকটি উৎসব এই গোলাপী শহরে বেশ জাঁকজমকের সঙ্গেই পালন করা হয়। প্রতিটি উদযাপনে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা প্রদর্শিত হয় তা রাজস্থানের মুকুটে আরেকটি রঙিন পালক।

Makar Sankranti 2023: রঙিন ঘুড়ি, এয়ার বেলুন, সুস্বাদু খাবার! সংক্রান্তিতে ভিন্ন স্বাদ পেতে ঘুরে আসুন কেল্লার দেশে
| Edited By: | Updated on: Jan 13, 2023 | 2:01 PM
Share

রাজস্থান (Rajasthan) বললেই চোখের সামনে রাজকীয়, ঐতিহ্যবাহী ও প্রাচীন কেল্লা, উট, সোনালি মরুভূমিই ভাসে। রংবেরঙের পোশাকের ঝলকে চোখ যেন সরতেই চায় না। উত্‍সবের মরসুমে যোধপুর, জয়পুর যেন নতুন রূপে সেজে ওঠে। তবে মকর সংক্রান্তির দিন নতুন বসন্তের ছোঁয়ায় যেন সবকিছু সতেজ হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্তে উত্‍সবের রঙ ও জৌলুসকেও ছাপিয়ে যায় এই মরুশহর। পর্যটকদের অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন (Popular Destinations) হল রাজস্থান। গোলাপী শহরে চুটিয়ে ভ্রমণের সেরা সময় হল মার্চ থেকে অক্টোবর। ঐতিহ্যের রঙে ভেজা বেশ কয়েকটি উৎসব এই গোলাপী শহরে বেশ জাঁকজমকের সঙ্গেই পালন করা হয়। প্রতিটি উদযাপনে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা প্রদর্শিত হয় তা রাজস্থানের মুকুটে আরেকটি রঙিন পালক। প্রতি নববর্ষের প্রথম প্রধান উদযাপনগুলির মধ্যে একটি হল মকর সংক্রান্তি। জয়পুরে মকর সংক্রান্তি (Makar Sankranti 2023) উদযাপনের মধ্যে দিয়ে রয়েছে রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখানে গিয়ে কোন কোন জিনিস ভুলেও মিস করবেন না, তা দেখে নিন…

ঘুড়ি উৎসব

জয়পুরের যদি কখনও মকর সংক্রান্তির সময় গেলে বিখ্যাত ঘুড়ি উত্সবটি কখনও মিস করবেন না। প্রতি বছর ১৪ থেকে ১৫ জানুয়ারিতে এই গুরুত্বপূর্ণ সংক্রান্তি পালন করা হয়। এ বছর এই উত্‍সব জলমহলে পালিত হবে। তাই এই ভিন্ন স্বাদের অনুভূতি পেতে চান তাহলে আজই টিকিট বুক করুন। যদি আপনার ঘুড়ি ওড়ানোর নেশা থাকে তাহলে এই উত্‍সব কখনও হাতছাড়া করবেন না।

হট এয়ার বেলুন রাইড

ভারতের বেশ কয়েকটি জায়গাতেই হট এয়ার বেলুন রাইডের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে। পাখির চোখের মতো কেল্লার শহরকে দেখার যে অনুভূতি ও অভিজ্ঞতা সঞ্চয় করবেন, তা জীবনের একটি রসদ হয়ে থাকবে। মাঝ আকাশে রঙিন বেলুনের ভিতর থেকে গোলাপী শহরকে চেনার জন্য যেতে হবে এই সময়েই। এক ঘন্টার জন্য এই রাইড হলেও জীবনের সেরা মুহূর্ত কাটাতে পারবেন আপনি।

গলতাজি মন্দির

ভারতের প্রাচীন শহর হিসেবে রাজস্থানের জয়পুর অন্যতম। মকর সংক্রান্তির মতো পবিত্র এ দিনে জনপ্রিয় গলতাজি মন্দিরে যেতে কখনও ভুলবেন না। জানা যায় এদিনের সূর্যের আলোর প্রথম ঝলক এই মন্দিরের ভিতর থেকেই দেখা যায়। এমন জাগতিক সৌন্দর্য্য দেখার জন্যও ভাগ্য লাগে। স্থানীয়দের বিশ্বাস এই দৃশ্য সংক্রান্তির দিন দেখলে পাপ মুক্তি পাওয়া যায়।

বিখ্যাত ঘুড়ি বাজার

কিষাণপোল বাজার এবং হলদিওঁ কা রাস্তা হল ঘুড়ির বাজারের জন্য বিখ্যাত। প্রাচীর ঘেরা শহর জয়পুরের এই ২টি জায়গায় বিভিন্ন রঙের ও আকারের ঘুড়ি পাওয়া যায়। বিচিত্র ঘুড়ির সম্ভার দেখে চোখ উঠবে কপালে। এই বাজারে একেবার প্রবেশ করলে ঘুড়ির সব সরঞ্জাম পেয়ে যাবেন। সেরা ঘুড়ি, সেরা মাঞ্জার হদিশ পাওয়া যাবে এখানে।

মকর সংক্রান্তির খাবার

সমস্ত জয়পুর জুড়ে, পায়েস, ডাল কি পাকোরি, তিল কে লাড্ডু, তিলের নাড়ু-সহ সুস্বাদু রাজস্থানী খাবারের সঙ্গে মকর সংক্রান্তি উত্‍সব পালন করা হয়। এ সময় দেশ-বিদেশের পর্যটকরা ভিড় করেন এই গোলাপী শহরে। ফলে গোটা শহর জুড়ে এক উত্‍সবের আমেজ থাকে। আর উত্‍সব মানেই খাওয়া দাওয়া, জাঁকজমক রয়েছেই।