পাহাড় ভালবাসেন? আপনার ওয়ার্কেশনের ঠিকানা হতে পারেন ‘কোকুন’
আপনি পাহাড় ভালবাসেন, অথচ অফিসের ছুটি ম্যানেজ করতে পারছেন না?
অফিসের কাজ চলছে ল্যাপটপে। কিন্তু বদলে গিয়েছে আপনার ব্যাকড্রপ। না! অফিসের ডেস্কের বদলে বাড়ির সোফাতে আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন গত কয়েকমাসের লকডাউনে, সে কথা তো সত্যিই। কিন্তু ব্যাকড্রপে এবার প্রাকৃতিক বদল। অর্থাৎ আপনার পিছনে পাহাড়। সামনে ধোঁয়া ওঠা কপির কাপ। কাজ শেষ হলে পাড়ার মোড়ের আড্ডা নয়। বরং হেঁটে আসতে পারেন পাহাড়ি রাস্তায়। শীতের শেষ বিকেলের রোদ তখন আদর বুলিয়ে দেবে শরীরে। ঠাণ্ডা হাওয়া আপনার পথচলার সঙ্গী হবে।
ঠিক এমন অভিজ্ঞতার চলতি নাম ওয়ার্কেশন (Workation)। কোভিড পৃথিবীর নিউ নর্মালে ভ্রমণপ্রেমীদের অভিধানে নতুন সংযোজন। অর্থাৎ ওয়ার্ক + ভ্যাকেশন। নতুন পরিস্থিতিতে যখন বাড়ি এবং অফিসের দূরত্ব ছোট হতে হতে প্রায় ভ্যানিশ হয়ে গিয়েছে, তখন ওয়ার্কেশন আপনার মন ভাল করবে। বিদেশে এই পদ্ধতির শুরু আগে। দেশেও বিভিন্ন জায়গায় রয়েছে সুযোগ। কিন্তু মন ভাল করার ঠিকানা এবার একেবারে আপনার হাতের নাগালে। সৌজন্যে দুই বাঙালি উদ্যোগপতি মৃন্ময় চন্দ্র এবং অভীক মজুমদারের পাহাড়ি আস্তানা কোকুন। পুরো নাম ‘কোকুন দ্য সিল্ক রুট রিসর্ট’। পেডং শহর থেকে দূরত্ব তিন কিলোমিটার।
আরও পড়ুন, বেড়াতে যাচ্ছেন? কম আলোচিত ভারতের এই তিন জায়গায় প্ল্যান করুন
কোকুনের বয়স মাত্র এক বছর। শুরুর পরেই করোনা আতঙ্ক এবং লকডাউনের জেরে বন্ধ থাকার পর গত ১৯ অক্টোবর থেকে ফের ভ্রমণপিপাসুদের জন্য খুলেছে এই রিসর্ট। নতুন ট্রেন্ড ফলো করে তারপর থেকেই সেখানে ওয়ার্কেশনের ব্যবস্থা করেছেন মৃন্ময় এবং অভীক। গত ২৪ ডিসেম্বর কোকুনের ওয়ার্কেশনের প্রথম অতিথি আইটি সেক্টরে কর্মরক কৌশিক সরখেল পৌঁছেছেন। তিনি থাকবেন আগামী ৮ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই আরও অনেকে ওয়ার্কেশনে আসার বুকিং করে ফেলেছেন বলে জানালেন মৃন্ময়।
“ওয়ার্কেশনের রেসপন্স ভাল। আমাদের হাইস্পিড ওয়াইফাই রয়েছে। যাঁরা আসছেন, কেউ একা আসছেন। টানা কাজের মধ্যে সময় বের করে ট্রেক করে নিচ্ছেন। আবার কেউ কেউ ১৫ দিনের জন্য বুক করেছেন। প্রথম ১০দিন একা থাকবেন। কাজ করবেন। পরের পাঁচদিন তাঁর পরিবারের সদস্যরা আসবেন। তখন ভ্যাকেশন টাইম”, বললেন মৃন্ময়।
আরও পড়ুন, কেরালা বেড়াতে যাবেন? এই তিনটে জায়গা মিস করবেন না
মৃন্ময় আরও জানান, ওয়ার্কেশন পরিষেবার জন্য কোকুনের আলাদা কোনও মূল্য নেওয়া হচ্ছে না। নির্দিষ্ট প্যাকেজের মধ্যেই এই সুবিধা পাবেন ভ্রমণার্থীরা। যাঁরা যেতে চান ঘরে বসেও কাজ করতে পারে। আবার কোকুনের লনেও বেঞ্চ, টেবিলের ব্যবস্থা রয়েছে। শীতের মিঠে রোদ গায়ে মেখেও চলতে পারে কাজ। তাঁদের সুবিধের জন্য ইলেকট্রিক কেটল, কফি মাগ দেওয়া থাকছে। কাজের ফাঁকে চা, কফি তৈরি করে খেতেও পারেন আপনি। করোনা পরিস্থিতির কারণে বহু কোম্পানি এই বছরও ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা জারি রাখছে। সে কারণে ট্রাভেল ব্যবসায়ীদের কাছে ওয়ার্কেশন তৈরি করে নেওয়ার এই মোক্ষম সুযোগ।
আরও পড়ুন, পিকনিকের প্ল্যান করছেন? কলকাতার কাছে এই সব জায়গা বেছে নিতে পারেন
আপনি পাহাড় ভালবাসেন, অথচ অফিসের ছুটি ম্যানেজ করতে পারছেন না, এই পরিস্থিতি হলে কোকুন হতে পারে আপনার আগামী কয়েকদিনের ঠিকানা।