পুজোর কেনাকাটা চলছে জোরকদমে। পছন্দের জামা, মানানসই জুয়েলারি, মেকআপ সবই কিনছেন। কিন্তু জুতো কী কিনবেন? জামাকাপড়ের সঙ্গে মানানসই জুতোও জরুরি। নাহলে আপনার লুক সম্পূর্ণ হবে না। ব্যাগি জিনসের সঙ্গে স্নিকার্স, বডিকোন ড্রেসের সঙ্গে পেনসিল হিল—এরকম জুতো দরকার পড়ে জামার সঙ্গে। কিন্তু পায়ের আরামের কথা ভুলে গেলেও চলবে না। তাছাড়া নতুন জুতো পরে রাতভর ঠাকুর দেখার প্ল্যান থাকলে পায়ে ফোস্কা পড়তে বাধ্য। সুতরাং, আপনাকে পায়ের কথা মাথায় রেখেই পুজোর জন্য স্টাইলিশ ও কম্ফোর্টেবল জুতো বেছে নিতে হবে।
প্ল্যাটফর্ম স্যান্ডালস
নতুন জুতোয় ফোস্কা পরার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তখন হাঁটাহাঁটি করা যায় না, আবার অন্য জুতোও পরা যায় না। আপনার জুতো রাখার তাকে এক জোড়া প্ল্যাটফর্ম স্যান্ডালস রাখতে পারেন। জিনস হোক বা ক্যাজুয়াল কুর্তি, সব ড্রেসের সঙ্গেই মানায় এই জুতো।
ব্যালেরিনা ফ্ল্যাটস
ব্যালেরিনা সংগ্রহে না রাখলে আপনারই ক্ষতি। শাড়ি হোক বা কোনও ড্রেস, কিংবা জিনস, পালাজো, কুর্তি, সব ধরনের জামার সঙ্গে ব্যালেরিনা পরা যায়। কিন্তু পায়ের কথা ভেবে আপনাকে বেছে নিতে হবে ফ্ল্যাট ব্যালেরিনা। হিল রয়েছে এমন ব্যালেরিনা দেখতে ভাল লাগে। কিন্তু দীর্ঘক্ষণ পরে হাঁটাহাঁটি করলে পায়েরই ক্ষতি। তাছাড়া ফ্ল্যাট ব্যালেরিনার সোল অনেক বেশি আরামদায়ক হয়।
ব্রেইডেড স্যান্ডালস
এবার জুতো শুধু এথনিক আউটফিট কিনছেন? তাহলে এক জোড়া ব্রেইডেড স্যান্ডালস কিনে রাখুন। এই ধরনের জুতো ভারতীয় পোশাকের সঙ্গে খুব মানানসই। তাছাড়া এই ধরনের জুতোয় হিল না থাকায়, পায়েরও কোনও কষ্ট হয় না। এমনকি ফোস্কা পরার আশঙ্কাও নেই।
স্নিকার্স
পায়ের যত্নে স্নিকার্সকে টেক্কা দেবে এমন কেউ আছে নাকি? আজকাল ফ্যাশন ওয়ার্ল্ডে সাদা ও রঙিন স্নিকার্স খুব ট্রেন্ডিং। ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে স্নিকার্স যখন-তখন পরতে পারবেন। তাছাড়া আজকাল শাড়ির সঙ্গেও স্নিকার্স পরা ফ্যাশনে ইন হয়ে গিয়েছে। স্নিকার্স পরলে পায়ের আরামের সঙ্গে কোনও সমঝোতা করতে হবে না।