কর্সেট টপ এবং ঢিলে জিন্সে বুলবুলখ্যাত তৃপ্তি দিমরি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
এক অস্বাভাবিক কম্বিনেশনের লাল টপ এবং সাদা পালাজোয় স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন অভিনেত্রী।
ড্রেস ডিজাইনার তানিয়া ঘাবরি সেলেব্রিটিদের জন্য তৈরি কিছু পোশাক শোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তার মধ্যে থেকে নজর কেড়েছে তৃপ্তি দিমরির সাজ। হ্যাঁ, ‘বুলবুল’ অভিনেত্রী এক অস্বাভাবিক কম্বিনেশনের লাল টপ এবং সাদা পালাজোয় স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন তিনি। লেবেল সাইকো স্টুডিওর কালেকশনের লাল রঙের গ্রাফিক্যাল কর্সেট টপ। লেবেল এসসের সাদা পালাজো প্যান্ট। এ ভাবেই ডিজাইনার ঘাবরি সাজিয়েছন ডিমরীকে।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ছবি রইল নীচে:
শুধু পোশাকেই সম্পূর্ণ হয় না লুক। মেসি বান আর টাইট করে বাঁধা চুল আরও স্মার্ট করেছে নায়িকাকে। সঙ্গে ছিল লাইট মেক-আপ। মিশো ব্র্যান্ডের নেকপিসে পূর্ণতা দিয়েছে এই লুকে।
পরবর্তী পোশাকও ভাইরাল। ডিজাইনার তানিয়া ঘাবরির স্টাইলিং। লেবেল সাইকো স্টুডিও থেকে রোস গোল্ড রঙের জ্যাকেট পরে তৃপ্তি। সঙ্গে খোলা চুল, স্মোকি লুক। এই লুকেও অভিনেত্রী নজর কেরেছেন নেটিজ়েনদের।