বাড়ি ফিরেই গোলাপ জল মেখে ফেলুন, আপনার ত্বক দেখে জ্বলে পুড়ে যাবে সক্কলেই
যে কোনও ত্বকের পক্ষেই গোলাপ জল দারুণ কাজ দেয়। বিশেষ করে ড্রাই স্কিনে একেবারে ম্যাজিকের মতো কাজ করে গোলাপ জল। তবে গোলাপ জল লাগানোর একটা কায়দা আছে, সেটা না জানলে, হাজার মাখলেও কাজ দেবে না।

যে কোনও ত্বকের পক্ষেই গোলাপ জল দারুণ কাজ দেয়। বিশেষ করে ড্রাই স্কিনে একেবারে ম্যাজিকের মতো কাজ করে গোলাপ জল। তবে গোলাপ জল লাগানোর একটা কায়দা আছে, সেটা না জানলে, হাজার মাখলেও কাজ দেবে না।
গোলাপ জলের মধ্যে রয়েছে এমন উপাদান, যা কিনা ত্বকে ময়েশ্চার ধরে রাখে। শুধু তাই নয়, মরাকোষ সরিয়ে ত্বককে ঝকঝকে করে তোলে। ভাল টোনার হিসেবে গোলাপ জল কিন্তু একেবারে পারফেক্ট।
প্রথমেই বাইরে থেকে বাড়ি ফিরে ভাল করে মুখ ধুয়ে নিন। তারপর একটি পাত্রে কিছুটা জল নিয়ে তার উপর কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। সেই জলেই মুখটা ধুয়ে নিন। দেখবেন ফ্রেশ লাগবে।
মুখ ধোয়ার পর গোলাপ জলে তুলো ভিজিয়ে মুখ পরিষ্কার করে নিন। দেখবেন এতে ত্বকের মরা কোষ দূর হবে। ত্বক ঝকঝকে হয়ে উঠবে।
দইয়ের মধ্যে মিশিয়ে দিন এক টেবিল চামচ গোলাপ জল। ভাল করে মিশিয়ে নিন। সপ্তাহে অন্তত, দুদিন এই ফেসপ্যাক লাগিয়ে নিন। দেখবেন ত্বকে কালচে ভাব দূর হবে।





