শুধু খেলে হবে না, ত্বকে গ্লো আনতে মাখুন এই ফল
বিশেষজ্ঞরা বলেন, ফল বা ফলের নির্যাস মাখার থেকে, সেই ফলটি নিয়মিত খেলে শরীরের উপকার সবচেয়ে বেশি। কিন্তু বেশ কিছু ফল আছে, যা কিনা খাওয়ার সঙ্গে সঙ্গে যদি মাখা যায়, তাহলে ত্বকের ভিতর ও বাইরে দুটোই হবে স্বাস্থ্যজ্জ্বল।

বিশেষজ্ঞরা বলেন, ফল বা ফলের নির্যাস মাখার থেকে, সেই ফলটি নিয়মিত খেলে শরীরের উপকার সবচেয়ে বেশি। কিন্তু বেশ কিছু ফল আছে, যা কিনা খাওয়ার সঙ্গে সঙ্গে যদি মাখা যায়, তাহলে ত্বকের ভিতর ও বাইরে দুটোই হবে স্বাস্থ্যজ্জ্বল। হ্য়াঁ, সবেদা হল এমনই ফল। যা কিনা খেলেও উপকার, তা মাখলেও উপহার। তবে মাখার রয়েছে বিশেষ নিয়মও।
রূপ বিশেষজ্ঞরা বলছেন, যাঁদের ত্বকে খুব অল্প বয়সে বলিরেখা পড়ে যাচ্ছে। কিংবা শুষ্ক হয়ে উঠছে। তাঁদের জন্য সবেদা ম্যাজিকের মতো কাজ করবে। তবে শুধু সবেদা মাখলে হবে না। বরং তাঁর সঙ্গে মেশাতে বিশেষ কিছু জিনিস। যার ফলে আরও দ্রুত কাজ করবে সবেদার নির্যাস।
ভাল করে খোসা ছাড়িয়ে সবেদা ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর সেই টুকরো গুলোকে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিন। সবেদার রসের সঙ্গে মিশিয়ে নিন অল্প মধু। এবার সপ্তাহে অন্তত একদিন এই ফেসপ্যাক ব্যবহার করুন। দেখবেন খুব অল্প দিনের মধ্যেই ত্বক ঝকঝকে হয়ে উঠেছে।
সবেদার রসের সঙ্গে কিছুটা বেসন মিশিয়ে নিয়ে স্ক্রাবার তৈরি করুন। বাইরে থেকে রোজ বাড়িতে ফিরে সেই স্ক্রাবার ব্যবহার করুন। দেখবেন, এক সপ্তাহের মধ্যে চেহারায় বদল দেখতে পাবেন।





