১ দিন লাগালেই ৭ দিন উপকার, এই সহজ টোটকায় দূর হবে সব সমস্যা
সানস্ক্রিন মেখে বের হলেন, তবুও রোদের তেজে কালো হয়ে গেল মুখের ত্বক। সেই ট্যান দূর করতে গিয়ে পার্লারে হাজার হাজার টাকার খরচা। কিন্তু তবুও যেই কে সেই! কী করবেন? চিন্তা নেই, ঘরোয়া টোটকায় রয়েছে সহজ সমাধান।

সানস্ক্রিন মেখে বের হলেন, তবুও রোদের তেজে কালো হয়ে গেল মুখের ত্বক। সেই ট্যান দূর করতে গিয়ে পার্লারে হাজার হাজার টাকার খরচা। কিন্তু তবুও যেই কে সেই! কী করবেন? চিন্তা নেই, ঘরোয়া টোটকায় রয়েছে সহজ সমাধান।
১) একটি পাত্রে কাঁচা দুধ নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। তারপর সেই দুধ অল্প ঠান্ডা হলে বের করে নিন। ফেশওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। এবার সেই দুধে তুলো ভিজিয়ে ভাল করে মুখ মুছে নিন। এরপর হালকা হাতে মাসাজ করে, মুখ ধুয়ে নিন। সপ্তাহেই একদিন করলেই দেখবেন, ত্বক ঝকঝকে হয়ে উঠবে।
২) কাঁচা দুধের মধ্য়ে অল্প পরিমান গুঁড়ো হলুদ মিশিয়ে নিন। তারপর সেই দুধ ভাল করে মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন। সপ্তাহে একদিন করুন। এতে ত্বক থেকে মরাকোষ দূর হয়ে ত্বককে ঝকঝকে করে তুলবে।
৩) কাঁচা দুধের মধ্যে অল্প অ্যালোভেরা জেল এবং গোলাপ জল মিশিয়ে নিন। তারপর সেই দুধ ভাল করে মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন। সপ্তাহে একদিন করুন। ত্বকের কালো ছোপ দূর হয়ে ত্বককে ঝকঝকে করে তুলবে।





