তরমুজের খোসা ফেলে না দিয়ে কাজে লাগান এভাবে, শরীরে ঘটবে মিনিটেই ম্যাজিক
তরমুজের খোসায় থাকে ভিটামিন এ ও ভিটামিন সি এবং লাইকোপিন নামে অ্যান্টি-অক্সিড্যান্ট যা ত্বকের ক্ষত নিরাময় করতে পারে।

গরমে তরমুজ খাওয়া শরীরের পক্ষে যে উপকার তা মোটামুটি আমরা সবাই জানি। এমনকী, তরমুজের বিজেও রয়েছে এমন সব উপাদান যা খেলে অপকারের থেকে উপকারই বেশি। এবার রইল বাকি তরমুজের খোসা! নাহ, এটাও ফেলবেন না। বরং কাজে লাগান এভাবে। দেখবেন, ম্যাজিক ঘটবে শরীরে।
গরমে ত্বকে পুড়ে তামাটে হয়ে যায়। ঝটপট তরমুজের খোসার সাদা অংশটা নিয়ে নিন। মিক্সারে ঘুরিয়ে নিন অল্প জল দিয়ে। এবার সেই রসটিই মুখে, হাতে, পায়ে মেখে ফেলুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দেখবেন, ট্যান দূর হয়েছে। সপ্তাহে অন্তত দুদিন এটি করুন।
এই গরমে ব্রণ, ফুস্কুরির সমস্যা বাড়লে, তরমুজের খোসার সাদা অংশের সঙ্গে গোলাপ জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। ব্রণর উপর লাগিয়ে ফেলুন। দেখবেন ঝটপট গায়েব।
তরমুজের খোসায় থাকে ভিটামিন এ ও ভিটামিন সি এবং লাইকোপিন নামে অ্যান্টি-অক্সিড্যান্ট যা ত্বকের ক্ষত নিরাময় করতে পারে। ত্বককে ঝকঝকে রাখতেও সাহায্য করে এই তরমুজের খোসা।
