AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জুতো পরে পায়ে ফোসকা? এই সহজ টোটকাতেই সমস্যার সমাধান, রইল টিপস

জুতোর কোনও অংশের চামড়া মোটা থাকলে ত্বকের সঙ্গে ঘষা লেগে ফোস্কা পড়ার আশঙ্কা বাড়ে। সে কারণেই ওই অংশগুলোতে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারা রাত রেখে দিন।

জুতো পরে পায়ে ফোসকা? এই সহজ টোটকাতেই সমস্যার সমাধান, রইল টিপস
| Updated on: Jun 17, 2025 | 8:54 PM
Share

নতুন জুতো পরলে অনেকেরই পায়ে ফোস্কা পরে। আর ফোস্কা পড়ার ফলে ব্যথা এত বেড়ে যায় যে, হাঁটাচলা করাও কষ্টসাধ্য হয়। তবে ঘরেতেই রয়েছে এমন সব উপাদান, যা দিয়ে খুব সহজেই দূর করতে পারেন ফোস্কা। কী করবেন? রইল টিপস

১) জুতো পরার আগের দিন রাতে ময়শ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ভাল করে মাখিয়ে রাখুন জুতোয়। গোটা রাত এভাবেই রাখুন। সকালে কোনও কাপড় দিয়ে ময়েশ্চারাইজার মুছে নিয়ে পরে ফেলুন জুতো। বাইরে থেকে বাড়ি ফিরে অবশ্যই পা পরিষ্কার করে নিন। দেখবেন ফোসকা পরবে না।

২) জুতোর কোনও অংশের চামড়া মোটা থাকলে ত্বকের সঙ্গে ঘষা লেগে ফোস্কা পড়ার আশঙ্কা বাড়ে। সে কারণেই ওই অংশগুলোতে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে জুতো নরম থাকবে, ফলে ফোসকা পরার সম্ভাবনাও কমবে।

৩) ফোসকার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ড এড লাগান। সুযোগ পেলেই চেষ্টা করুন জুতো খুলে রেখে পায়ে একটু হাওয়া লাগাতে। এর ফলে ক্ষত জায়গা দ্রুত ঠিক হবে।

৪) ফোসকা থেকে তৈরি হওয়া ক্ষতর মধ্যে দিনে অন্তত ৩ বার মধু ও অ্যালোভেরা লাগান। ফোসকা শুকোতে এটা খুব ভাল কাজ করে।

৫) জুতো কেনার আগে অবশ্যই মাথায় রাখুন কমফোর্টের বিষয়। স্টাইলের কথা শুধু চিন্তা করলে কিন্তু মুশকিল। তাই জুতোর গুণগতমান বুঝে নিন। দেখে নিন জুতোর চামড়া সঠিক কিনা।