রোদের তেজে জলের ট্যাঙ্ক আগুন গরম! ঠান্ডা জল পেতে এই টিপস মাথায় রাখুন
সারাদিন ধরে রোদে থেকে ছাদের ওপরের জলের ট্যাঙ্ক একেবারে আগুন গরম। বাথরুমের কল খুললেই গরম গরম জল। কিছুতেই এই জলকে ঠান্ডা রাখা যায় না।

সারাদিন ধরে রোদে থেকে ছাদের ওপরের জলের ট্যাঙ্ক একেবারে আগুন গরম। বাথরুমের কল খুললেই গরম গরম জল। কিছুতেই এই জলকে ঠান্ডা রাখা যায় না। তবে জানেন কি, ট্যাঙ্ককে বিশেষ কায়দায় ঠান্ডা রাখলে, জলও পাবেন ঠান্ডা! কীভাবে?
তীব্র রোদের হাত থেকে ট্য়াঙ্ককে বাঁচাতে ট্যাঙ্কের চারপাশে পাটের বস্তা ভিজিয়ে জড়িয়ে দিন। দেখবেন এতে ট্যাঙ্ক গরমও হবে না। জল ঠান্ডা থাকবে।
গরমকালে ট্যাঙ্কের জল গরম হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হল যে পাইপলাইন দিয়ে জলটি আসে সেটি সূর্যের তাপে গরম হয়ে যায়। ভেজা কাপড় দিয়ে যদি পাইপকে ঢেকে দেওয়া যায় তাহলে সেটি সরাসরি তাপ পাবেনা এবং সেক্ষেত্রে জলও ঠান্ডা থাকবে।
ট্যাঙ্কের গায়ে সাদা বা হলুদ রং করে দিন। দেখবেন এতেও জল ঠান্ডা হবে। ট্যাঙ্কের গায়ে চুন বা মাটির প্রলেপ লাগিয়ে দিন।
