Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিষ, কল, আঠালো কাগজ সব ফেল? এবার ইঁদুর পালাবে পোঁ পোঁ করে এই টোটকায়

দিনে জ্বালাতন, রাতে উৎপাত। রান্নাঘর থেকে বেডরুম, বইয়ের তাকে তাদের অবাধ প্রবেশ। রাত হলে তো রীতিমতো পার্টিতেই মেতে ওঠেন তারা। হ্যাঁ, কথা হচ্ছে ঘর জুড়ে ইঁদুর দৌড়ের।

বিষ, কল, আঠালো কাগজ সব ফেল? এবার ইঁদুর পালাবে পোঁ পোঁ করে এই টোটকায়
Follow Us:
| Updated on: Mar 15, 2025 | 2:55 PM

দিনে জ্বালাতন, রাতে উৎপাত। রান্নাঘর থেকে বেডরুম, বইয়ের তাকে তাদের অবাধ প্রবেশ। রাত হলে তো রীতিমতো পার্টিতেই মেতে ওঠেন তারা। হ্যাঁ, কথা হচ্ছে ঘর জুড়ে ইঁদুর দৌড়ের। এই ইঁদুরদের শায়েস্তা করতে বাজার চলতি বিষ, ইঁদুর মারার কল কিংবা আঠালো কাগজও ডাহা ফেল! তাহলে এবার উপায়? ঘরোয়া কিছু জিনিস দিয়েই ইঁদুর পালাবে সহজে। এক্ষেত্রে বাজার চলতি কোনও ওষুধুই প্রয়োজন নেই। ঝটপট পড়ে ফেলুন।

ইঁদুর তাড়াতে পুদিনা পাতা বা পুদিনা অয়েল কিন্তু খুবই কার্যকর। পুদিনার গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না । তাই ওদের তাড়াতে পুদিনাকেই হাতিয়ার করতে হবে।

একটি পাত্রে প্রথমেই কয়েকটা পুদিনা পাতা সেদ্ধ করে নিন। তার মধ্যে মিশিয়ে দিন একটু কর্পূর। এবার যে সব জায়গায় ইঁদুরের উৎপাত সবচেয়ে বেশি, সেব জায়গাতেই এই জল ছড়িয়ে দিন। দেখবেন ইঁদুর পালাবে লেজ গুটিয়ে।

বাড়ির আশপাশে ফাঁকা জায়গা থাকলে, পুদিনা গাছ লাগিয়ে দিন। দেখবেন, ইঁদুর আপনার বাড়ির কাছেও ঘেঁষছে না।

ইঁদুর মারতে শুকনো গোবর বা ঘুঁটে খুবই কাজের। একবার যদি ইঁদুর ঘুঁটে খেয়ে ফেলে, তাহলে তার মৃত্যু আটকাতে পারবে না কেউই।

বাড়ির যে জায়গা থেকে ইঁদুর প্রবেশ করছে, সে সব জায়গায় গোলমরিচ ছড়িয়ে দিন। দেখবে গোলমরিচারে কড়া গন্ধে ইঁদুর পালাবে।

জলে ভিনিগার গুলে নিয়ে। তার সঙ্গে একটু নুন মিশিয়ে নিন। সেই ভিনিগার মেশানো জল ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিন। দেখবেন ইঁদুর পালাবে পোঁ পোঁ করে।