Valentine Week 2025: রোজ ডে স্পেশাল করতে চান? শুধু এক তোড়া গোলাপে হবে না কাজ, সঙ্গীর মন জয় করতে মানুন এই টিপস
Rose Day 2025: ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ রয়েছে রোজ ডে। এমন দিনে সঙ্গীর সামনে লাল গোলাপ নিয়ে যখন হাজির হবেন, দেখতে পাবেন আপনার পার্টনারের মুখে মুক্তোর মতো হাসি ঝরে পড়ছে।

হাতে এক তোড়া লাল গোলাপ… মুচকি হেসে এগিয়ে আসছে প্রেমিক… এই দৃশ্য যে কোনও প্রেমিকার মনে দোলা দেয়। ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অনেকে তার সামনে প্রিয় ফুল নিয়ে হাজির হন। মনের মানুষকে ফুল দেওয়ার জন্য তিনি-নক্ষত্র দেখতে হয় না। কিন্তু ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ রয়েছে রোজ ডে। এমন দিনে সঙ্গীর সামনে লাল গোলাপ নিয়ে যখন হাজির হবেন, দেখতে পাবেন আপনার পার্টনারের মুখে মুক্তোর মতো হাসি ঝরে পড়ছে। রোজ ডে-র দিন প্রেমিক-প্রেমিকারা একে অপরকে গোলাপ ফুল উপহার দেন। তবে এই দিনটিকে আরও স্পেশাল করার জন্য ছোট্ট কয়েকটি টিপস মেনে চলতে পারেন।
৭-১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স উইক উদযাপন করেন অনেকে। ৭ ফেব্রুয়ারি পার্টনারকে গোলাপ ফুল দেওয়ার পাশাপাশি রোজ ডে-কে মনের খাতায় রাখার মতো করতে চাইলে নিম্নে উল্লিখিত পদ্ধতিগুলি অবলম্বন করে দেখতে পারেন।
বিশেষ বার্তা লিখুন
এই খবরটিও পড়ুন
রোজ ডে-র দিন পার্টনারকে গোলাপ ফুল দেওয়ার পাশাপাশি বিশেষ বার্তা দিতে পারেন। নিজের মনের কথা কয়েকটি শব্দের মাধ্যমে জানানো যেতে পারে। যদি আপনার প্রেমিক বা প্রেমিকা শায়েরি পছন্দ করেন, তা হলে সেই মতো রোম্যান্টিক শায়েরি শেয়ার করতে পারেন। যা পড়ে আপনার পার্টনারের মুখে হাসি ফুটতে পারে।
একসঙ্গে সময় কাটান
রোজ ডে-কে স্পেশাল করার জন্য শুধু গোলাপ ফুল উপহার দিলেই হয় না। সঙ্গীর সঙ্গে একটু সময় কাটানোও প্রয়োজন। অনেক সময় কোয়ালিটি টাইম কাটালে সম্পর্ক মজবুত হয়। প্রেমিক-প্রেমিকারা এমন দিনে রোম্যান্টিক ডিনার ডেটে যেতে পারেন। পছন্দের কোনও ক্যাফেতে যেতে পারেন। এ ছাড়াও কোনও সুন্দর জায়গায় বেড়াতে যেতে পারেন।
সারপ্রাইজ দিতে পারেন
রোজ ডে সেলিব্রেট করতে গিয়ে ভালোবাসার মানুষকে গোলাপ ফুল দেওয়ার পাশাপাশি তার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করতে পারেন। সঙ্গীকে একটি ছোট্ট গিফ্ট দিতে পারেন। কার্ড, কাস্টমাইজড ফটো ফ্রেম, পছন্দের বই, এ ছাড়া সঙ্গীকে তার পছন্দের কোনও পোশাক, হাতে তৈরি কার্ডও (যেখানে নিজের মনের অনুভূতিও লিখবেন) উপহার হিসেবে দিতে পারেন।
সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট
যদি কোনও কারণে আপনি এই বিশেষ দিনে আপনার সঙ্গীর সঙ্গে দেখা করতে না পারেন, তা হলে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার সঙ্গীর জন্য একটি প্রেমের, আবেগের পোস্ট করতে পারেন। একটি সুন্দর ছবি বা ভিডিয়ো পোস্ট করতে পারেন। এর জন্য আপনার সঙ্গী স্পেশাল অনুভব করতে পারে।





