Durga Puja 2025: টেম্পোরারি স্ট্রেটনিং করে ঠাকুর দেখতে বেরিয়ে বৃষ্টিতে ভিজেছেন? জানেন চুলের কী কী ক্ষতি হতে পারে?

Temporary Hair Straightening: পুজোর আগে অনেকে চুলকে আকর্ষণীয় করতে স্ট্রেটনিং করান। পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিংয়ের খরচ বেশি এবং তা সময়সাপেক্ষ। তাই অনেকে টেম্পোরারি হেয়ার স্ট্রেটনিং করেন। তাতে সময় কম ব্যয় হয়। খরচও কম।

Durga Puja 2025: টেম্পোরারি স্ট্রেটনিং করে ঠাকুর দেখতে বেরিয়ে বৃষ্টিতে ভিজেছেন? জানেন চুলের কী কী ক্ষতি হতে পারে?
টেম্পোরারি স্ট্রেটনিং করে ঠাকুর দেখতে বেরিয়ে বৃষ্টিতে ভিজেছেন? জানেন চুলের কী কী ক্ষতি হতে পারে?Image Credit source: Pinterest

Sep 27, 2025 | 4:04 PM

পুজোর আগে অনেকে চুলকে আকর্ষণীয় করতে স্ট্রেটনিং করান। পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিংয়ের খরচ বেশি এবং তা সময়সাপেক্ষ। তাই অনেকে টেম্পোরারি হেয়ার স্ট্রেটনিং (Hair Straightening) করেন। তাতে সময় কম ব্যয় হয়। খরচও কম। তবে টেম্পোরারি হেয়ার স্ট্রেটনিং করা চুলে বৃষ্টির জল লাগলে বেশ কিছু ক্ষতি হতে পারে। পুজোয় এ বার মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে ভিজে গেলে চুলের কী কী ক্ষতি হতে পারে, তা নিয়ে নিম্নে আলোচনা করা হল।

টেম্পোরারি স্ট্রেটনিং করানো চুলে বৃষ্টির জল পড়লে কী ক্ষতি হয়?

১. স্ট্রেটনিং নষ্ট হয়ে যাওয়া: টেম্পোরারি স্ট্রেটনিং যেমন- ব্লো-ড্রাইং বা আয়রনিং-এর মাধ্যমে করা হয়, সেখানে কোনও স্থায়ী কেমিক্যাল ব্যবহার করা হয় না। চুলের এই মসৃণতা ধরে রাখে মূলত জল না লাগা। বৃষ্টির জল বা অতিরিক্ত আর্দ্রতা চুল দ্বারা শোষিত হওয়ার সঙ্গে সঙ্গে চুলের আসল কার্ল বা ঢেউ ফিরে আসতে শুরু করে, ফলে স্ট্রেটনিং নষ্ট হয়ে যায়।

২. ফ্রিজি হয়ে যাওয়া: চুলের কিউটিকল জল শুষে নেওয়ার ফলে ফুলে যায়। এর কারণে স্ট্রেট করা চুল খুব দ্রুত ফ্রিজি বা রুক্ষ হয়ে ওঠে এবং স্বাভাবিক মসৃণতা হারিয়ে ফেলে। এই সময় চুল আরও উশকোখুশকো দেখায়।

৩. চুল দুর্বল হয়ে যাওয়া: বার বার ভিজে যাওয়া এবং আবার শুকানোর প্রক্রিয়ায় চুলের ওপর চাপ পড়ে। এতে চুলের স্বাভাবিক আর্দ্রতা হারানো এবং দুর্বল হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে।

৪. চুল দ্রুত তেলতেলে হওয়া: বৃষ্টির জল এবং পরিবেশে থাকা দূষণ একত্রে চুলের গোড়ায় জমে যেতে পারে। এর ফলে স্ক্যাল্প আরও দ্রুত তেলতেলে হয়ে যেতে পারে এবং চুল আরও ভারী অনুভূত হতে পারে।

চুলের সুরক্ষার জন্য কী করণীয়?

  • তাড়াতাড়ি শুকিয়ে নিন: বৃষ্টির জল লাগলে সঙ্গে সঙ্গে একটি পরিষ্কার মাইক্রোফাইবার তোয়ালে বা নরম টি-শার্ট দিয়ে চুল আলতো করে মুছে নিন। তারপর কম তাপে হেয়ার ড্রায়ার ব্যবহার করে যত দ্রুত সম্ভব চুল শুকিয়ে ফেলুন।
  • ছাতা ব্যবহার করুন: বৃষ্টির সময় ছাতা ব্যবহার করা বা হ্যাট বা স্কার্ফ দিয়ে চুল ঢেকে রাখা সবচেয়ে নিরাপদ।
  • অ্যান্টি-ফ্রিজ প্রোডাক্ট: আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে পারে এমন অ্যান্টি-ফ্রিজ সিরাম বা স্প্রে ব্যবহার করুন। এই প্রোডাক্টগুলো চুলের ওপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে।