
ভূত চতুর্দশীর দিন ভুলেও করবেন না এইসকল কাজ, জীবনে ঘোর বিপদ নেমে আসবে
কালী পুজোর (Kali Puja) ঠিক আগের দিন চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi)। এ বছর ২০ অক্টোবর কালীপুজো। দীপান্বিতা অমাবস্যার দিন কমবেশি সকল বাঙালির বাড়িতে ১৪ প্রদীপ জ্বালানো হয়, পাশাপাশি এই দিনে বাড়িতে বাড়িতে ১৪ শাক খাওয়ার রীতিও প্রচলিত। হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস এই যে, এমন দিনে মর্ত্যে নেমে আসেন আমাদের পূর্ব পুরুষরা। তার ফলে তাঁদের সন্তুষ্ট করার জন্য বেশ কিছু কাজ করা হয়ে থাকে এই দিনে। পাশাপাশি ভূত চতুর্দশীর দিন বেশ কিছু কাজ ভুলেও করা উচিত নয়। তা হলে জীবনে নেমে আসে ঘোর বিপদ। জেনে নিন সেগুলি কী কী।
- ভূত চতুর্দশীর দিন বাড়ি ঘর ভুল করেও নোংরা অবস্থায় রাখবেন না। এই দিন ঘর পরিষ্কার রাখা জরুরি। আবার সন্ধ্যের পর কিন্তু বাড়িতে ঝাড়ু দেওয়া ঠিক নয়। তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন।
- এই দিনে শ্মশান বা কবরস্থানের কাছাকাছি যেতে নিষেধ করা হয়। কারণ ভূত চতুর্দশীর দিন সেখানে নেগেটিভ এনার্জি চারিদিকে ছড়িয়ে থাকে। যার ফলে জীবনে বিপদ নেমে আসে।
- ভূত চতুর্দশীর দিন সন্ধেবেলায় বাড়ি অন্ধকার রাখবেন না। এই দিনে বাড়ির নানা প্রান্তে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। তাতে নেগেটিভ এনার্জি বাড়িতে প্রভাব ফেলতে পারে না।
- এই দিনে বাড়িতে থাকা কোনও কলে যেন ফোঁটা ফোঁটা জল না পড়ে, সেদিকে খেয়াল রাখবেন। এমনটা হলে অশুভ শক্তি বাড়িতে নজর দেয়।
- মহিলাদের ক্ষেত্রে বলা হয় ভূত চতুর্দশীর দিন চুল খুলে ঘুমোতে নিষেধ করা হয়। এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হন। যার ফলে নেগেটিভ শক্তির প্রভাব পড়ে সেই মহিলার ও তাঁর বাড়িতে।
বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।