হোলি খেলতে গিয়ে একটু আধটু বেসামাল হয়ে পড়েন কম বেশি প্রায় সকলেই। তবে আপনার আনন্দ উৎসব নিমেষে ফিকে হয়ে যেতে পারে, যদি হাতের মোবাইল ফোনটি ভিজে যায় বা জলে পড়ে যায়। সেক্ষেত্রে বড় ক্ষতির মুখে পড়তে পারেন আপনিও। তবে চিন্তার কারণ নেই। কয়েকটি নিয়ম মানলে ভেজা ফোনকেও সচল করতে পারবেন আপনি। কী ভাবে জানেন?
১। ফোন ভিজে গেলে, প্রথমেই করণীয় হল তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেওয়া। এতে শর্ট সার্কিটের ঝুঁকি কমে।
২। এরপর, ফোনের কভার, সিম কার্ড এবং মেমোরি কার্ড খুলে একপাশে রাখুন যাতে ভেতরে থাকা জল দ্রুত শুকিয়ে যায়।
৩। ফোনটি পরিষ্কার এবং শুকনো কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলুন যাতে ভেতরে জমে থাকা জল দূর হয়। যদি ভ্যাকুয়াম ক্লিনার থাকে, তাহলে তা দিয়ে ফোন থেকে জল বার করতে পারেন। তবে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না, কারণ গরম হাওয়া ফোনের সার্কিটগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
৪। ফোন চালের মধ্যে ২৪-৪৮ ঘন্টা রাখুন যাতে ভেতরের জল শুষে নেয়। সম্পূর্ণ শুকিয়ে গেলে ফোনটি চালু করার চেষ্টা করুন। এর পরেও যদি ফোন চালু না হয়, তাহলে সার্ভিস সেন্টারে নিয়ে যান।
৫। যদি ফোনের স্পিকারের ফুটোতে রঙ ঢুকে যায়, তাহলে একটি কটন বাড দিয়ে এটি পরিষ্কার করতে পারেন।