When is Diwali, Bhai Dooj 2025: উৎসবের ঢাকে আবার কাঠির পালা, দেখে নিন দিওয়ালি-ভাইফোঁটার দিনক্ষণ

Dhanteras 2025 Date: পঞ্জিকা অনুযায়ী, চলতি বছরে ১৮ অক্টোবর অর্থাৎ শনিবার পড়েছে ধনতেরাস। এই দিন ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং ধন সম্পদের দেবতা কুবেরের পাশাপাশি ধন্বন্তরির পুজো করা হয়। আর এই তিথিকে ধন্বন্তরি জয়ন্তী এবং ধনত্রয়োদশীও বলা হয়।

When is Diwali, Bhai Dooj 2025: উৎসবের ঢাকে আবার কাঠির পালা, দেখে নিন দিওয়ালি-ভাইফোঁটার দিনক্ষণ
উৎসবের ঢাকে আবার কাঠির পালা, দেখে নিন দিওয়ালি-ভাইফোঁটার দিনক্ষণ

Oct 14, 2025 | 4:49 PM

বাঙালির বারো মাসে তেরো পার্বণ… এই কথাটা এমনি এমনি বলা হয় না। সত্যিই সারাবছর নানা উৎসব লেগেই থাকে। এই কয়েকদিন আগে দুর্গাপুজো শেষ হল। দশমীর দিন লাখো লাখো বাঙালির মনে রীতিমতো কষ্ট নেমে এসেছিল। বাঙালি যেহেতু উৎসব প্রিয়, তাই এ বছরের দুর্গাপুজো শেষ হতে না হতেই আগামী বছরের দুর্গাপুজোর দিনক্ষণ নিয়ে সকলে আলোচনা করতে শুরু করেছে। অক্টোবরের শেষে এ বার দিওয়ালি (Diwali)। সঙ্গে থাকছে ভাইফোঁটাও (Bhai Dooj)। জেনে নিন দিনক্ষণ।

দীপাবলি কবে? পঞ্জিকা অনুযায়ী জেনে নিন দিনক্ষণ—

হিন্দু ধর্মের অন্যতম এক বড় উৎসবের মধ্যে পড়ে দীপাবলি। এই সময়টায় চারিদিক আলোকিত থাকে। তবে দীপাবলি কেবল একদিনের উৎসব নয়। এটি পাঁচ দিনের মহা উৎসব। ধনতেরাস থেকে শুরু করে ভাইফোঁটা অবধি প্রত্যেকটা দিনে অনেকে বাড়িতে নানা আচার অনুষ্ঠান পালন করে থাকেন। দিওয়ালি যেহেতু আলোর উৎসব, তাই এই সময় কমবেশি সকলে বাড়িতে প্রদীপ ও আলো দিয়ে সাজায়। পঞ্জিকা অনুযায়ী, এ বছর দীপাবলি ২০ অক্টোবর। বিকেল ৩টে ৪৪ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। আর ২১ অক্টোবর বিকেল ৫টা ৫৪ মিনিটে এই তিথি শেষ হবে।

উল্লেখ্য, দীপাবলিতে মা কালীর পাশাপাশি মহালক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজোও হয়ে থাকে। আর দিওয়ালির আগে হবে ধনতেরাস। পঞ্জিকা অনুযায়ী, চলতি বছরে ১৮ অক্টোবর অর্থাৎ শনিবার পড়েছে ধনতেরাস। এই দিন ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং ধন সম্পদের দেবতা কুবেরের পাশাপাশি ধন্বন্তরির পুজো করা হয়। আর এই তিথিকে ধন্বন্তরি জয়ন্তী এবং ধনত্রয়োদশীও বলা হয়।

পঞ্জিকা অনুযায়ী জেনে নিন এ বছর ভাইফোঁটা পড়েছে কবে?

চলতি বছরে কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি ২২ অক্টোবর পড়েছে। সেইদিন রাত ৮.১৬ মিনিটে এই তিথি শুরু হবে। আর ২৩ অক্টোবর রাত ১০.৪৬ মিনিট পর্যন্ত চলবে। জ্যোতিষশাস্ত্রের নিরিখে, এ মাসের ২৩ তারিখ বৃহস্পতিবার ভাইফোঁটা পালন সবচেয়ে শুভ বলে মনে করা হয়। ভাইফোঁটার দিন দিদি-বোনেরা ভাই-দাদাদের ফোঁটা দেয়, তাঁদের দীর্ঘায়ু চেয়ে এবং মঙ্গল কামনা করে।