Kali Puja 2025: মা কালীর আশীর্বাদ পেতে চান? কালীপুজোর দিন অবশ্যই করুন এইসকল কাজ
কালীপুজোর রাত শুধু দেবী আরাধনার সময় নয়, এটি আত্মশুদ্ধি ও শুভশক্তির আহ্বানের রাত। প্রদীপের আলো, ফুলের গন্ধ আর ভক্তির সুরে ভরে উঠুক প্রতিটি মন। মা কালীর কৃপায় দূর হোক জীবনের অন্ধকার, আর আলোয় ভরে উঠুক আগামী দিন।

অমাবস্যার আঁধারে যখন চারদিক ঢেকে যায়, তখনই আগমন ঘটে মা কালীর। শক্তি, আলোর প্রতীকের। এই রাতে মা কালীকে ভক্তিভরে ডাকার মানে নিজের মধ্যে থাকা ভয়, দুঃখ ও অশুভ শক্তির বিনাশ ঘটানো। শাস্ত্র ও লোকবিশ্বাসে বলা আছে, এই পবিত্র দিনে কিছু নির্দিষ্ট কাজ করলে ঘরে আসে সমৃদ্ধি, মন ভরে যায় শান্তিতে। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল।
কালীপুজোর দিনে কোন কোন কাজ করা শুভ
প্রদীপ জ্বালানো ও অন্ধকার দূপ করা
এই দিনে ঘরের প্রতিটি কোণে প্রদীপ জ্বালানো শুভ। এমনটা বিশ্বাস করা হয় যে, এটি নেতিবাচক শক্তি দূর করে ও দেবীর কৃপা আনে।
মা কালীকে লাল জবা ফুল নিবেদন
কালী পুজোর দিন মা কালীকে লাল জবা ফুল নিবেদন করা খুবই শুভ। এতে মা কালী তুষ্ট হন বলে পুরাণে বলা আছে।
“মা কালী চণ্ডী স্তোত্র” বা “মহানির্বাণ তন্ত্র” পাঠ
দেবীর স্তোত্র পাঠ বা নাম জপ করলে মানসিক শান্তি ও শক্তি বৃদ্ধি পায়। বিশেষত “জয় মা কালী” মন্ত্র জপ করলে শুভ ফল পাওয়া যায়।
ভোগ নিবেদন
ভোগ হিসেবে চাল, ডাল, লুচি, খিচুড়ি, নারকেল, মিষ্টি বা কালো ছোলার ভোগ দেওয়া শুভ। ভোগের পর পরিবারের সকলের মধ্যে প্রসাদ বণ্টন করলে সৌভাগ্য আসে।
মন থেকে ঘরোয়া পুজো করুন
অমাবস্যার রাতে অনেকেই শক্তিপূজা করেন। কিন্তু মন থেকে ঘরোয়া পুজো করলে শুভ ফল মেলে। ভক্তির পথ অনুসরণ করাই শ্রেয়।
পূর্বপুরুষদের স্মরণ
এই রাতে পূর্বপুরুষদের নাম করে প্রদীপ জ্বালানো ও প্রার্থনা করা শুভ। তাতে তাঁদের আশীর্বাদে ঘরে শান্তি আসে।
দান ও সাহায্য করা
দরিদ্র বা অভাবীকে অন্ন, বস্ত্র, বা প্রদীপ দান করলে মা কালীর বিশেষ কৃপা লাভ হয়।
বাড়ির পরিচ্ছন্নতা ও গঙ্গাজল ছিটানো
কালীপুজোর আগে বাড়ি পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে নেওয়া অত্যন্ত শুভ বলে ধরা হয়। এতে অশুভ শক্তি দূরে থাকে।
কালীপুজোর রাত শুধু দেবী আরাধনার সময় নয়, এটি আত্মশুদ্ধি ও শুভশক্তির আহ্বানের রাত। প্রদীপের আলো, ফুলের গন্ধ আর ভক্তির সুরে ভরে উঠুক প্রতিটি মন। মা কালীর কৃপায় দূর হোক জীবনের অন্ধকার, আর আলোয় ভরে উঠুক আগামী দিন।
বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনের বক্তব্য হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।
