Valentine Week 2025: টুকটুকে লাল গোলাপ ছাড়া প্রেম নিবেদন যেন জমে না! নেপথ্যে রয়েছে অজানা কাহিনি

Rose Day 2025: চলছে প্রেমের মাস। ক্যালেন্ডার বলছে আজ ৫ ফেব্রুয়ারি। আর ক'দিন পর ভ্যালেন্টাইন্স ডে। তার আগে অবশ্য একগুচ্ছ দিবস পালন করার জন্য মুখিয়ে রয়েছেন প্রেমিক-প্রেমিকারা। কারণ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে ভ্যালেন্টাইন্স উইকের সেলিব্রেশন। ওই দিন রোজ ডে।

Valentine Week 2025: টুকটুকে লাল গোলাপ ছাড়া প্রেম নিবেদন যেন জমে না! নেপথ্যে রয়েছে অজানা কাহিনি
লাল গোলাপ ছাড়া প্রেম নিবেদন যেন জমে না! নেপথ্যে রয়েছে অজানা কাহিনি Image Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Feb 05, 2025 | 6:45 PM

মনের হাজার অনুভূতি প্রকাশ করতে চান? ভালোবাসার মানুষ প্রেম নিবেদন করতে চান? জীবনের বিশেষ দিনকে আরও স্পেশাল করে তুলতে হাজারো পরিকল্পনা করেন অনেকে। ভালোবাসা উৎযাপন করতে গেলে তা গোলাপ ফুল ছাড়া যেন অপূর্ণ। প্রেমিক-প্রেমিকারা লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করেন। চলছে প্রেমের মাস। ক্যালেন্ডার বলছে আজ ৫ ফেব্রুয়ারি। আর কয়েকদিন পর ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)। তার আগে অবশ্য একগুচ্ছ দিবস পালন করার জন্য মুখিয়ে রয়েছেন প্রেমিক-প্রেমিকারা। কারণ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে ভ্যালেন্টাইন্স উইকের সেলিব্রেশন। ওই দিন রোজ ডে। আর এমন দিনে পছন্দের মানুষকে সকলেই কেন লাল গোলাপই দেন? অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে। এর নেপথ্যে রয়েছে এক কাহিনি।

নানান ফুলের মাঝে গোলাপ যেন রানী! লাল গোলাপ ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে দিয়ে থাকেন। ভালোবাসার রঙ হয় নাকি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়তো হয় না। কিন্তু লাল রঙকেই ভালোবাসার রঙ বলে মনে করেন কাপলরা। কিন্তু ভালোবাসা প্রকাশ করতে কেন লাল গোলাপ দেওয়া হয়? ভ্যালেন্টাইন্স উইকেই বা লাল গোলাপ কেন এত গুরুত্বপূর্ণ? জেনে নিন সেই গল্প।

লাল গোলাপকে শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এবং লাল রঙ গভীর ভালোবাসার প্রতীক। যখন কোনও প্রেমিক-প্রেমিকা ভালোবাসা প্রকাশ করেন, তারা একে অপরকে লাল গোলাপ দেন। এর নেপথ্যে একাধিক গল্প রয়েছে। কথিত আছে যে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রিয় বেগম নূরজাহান লাল গোলাপ খুব পছন্দ করতেন। তাই, তিনি নূরজাহানকে খুশি রাখার জন্য প্রতিদিন একটি করে তাজা গোলাপ ফুল দিতেন। এ ছাড়াও, রানী ভিক্টোরিয়া তাঁর স্বামী প্রিন্স অ্যালবার্টের প্রতি ভালোবাসা প্রকাশ করার সময় তাঁকে গোলাপের তোড়া উপহার দিয়েছিলেন। বেশ কয়েকটি রিপোর্ট খবর অনুযায়ী, তখন থেকেই রোজ ডে পালিত হচ্ছে।

এই খবরটিও পড়ুন

লাল গোলাপের বিশেষত্ব কী?

লাল গোলাপকে ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক বলা হয়ে থাকে। এর বিশেষত্ব হল লাল রঙ। যা শক্তি, আকর্ষণ এবং গভীর ভালোবাসার প্রতীক। কাউকে লাল গোলাপ দেওয়ার অর্থ সেই ব্যক্তি অপর প্রান্তে থাকা মানুষটিকে মনের গভীর অনুভূতি প্রকাশ করছেন। অনেক সময় লাল গোলাপ যে কারও হৃদয়ের কথা শব্দ ছাড়াই প্রকাশ করে দেয়। এই পরিস্থিতিতে, ভ্যালেন্টাইন্স উইকের প্রত্যেকটা দিন অনেকে নিজের সঙ্গীকে লাল গোলাপ দিয়ে ভালোবাসা প্রকাশ করে থাকেন।