অনান্য শিক্ষা প্রতিষ্ঠানকে বলে বলে গোল দিচ্ছে দেশের এই প্রতিষ্ঠান!
IIIT Hyderabad - সেই কারণে অনেকেই উচ্চ মাধ্যমিক পাস করার পরে IITতে পড়াশোনা করার ইচ্ছা রাখেন। ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি শুধু পড়লেই হল না। চাই ভাল ক্যাম্পাসিং। ক্যাম্পাসিং না হলে চাকরি পাওয়াটা কঠিন। ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসিং ভাল হয় বলেই তাদের কদর বেশি।

বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার শখ থাকে অনেকেরই। কেউ কেউ আবার বাবা-মায়ের ইচ্ছা পূরণ করার জন্য ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং-এর মতো পেশা বেছে নেন। কারও হয়তো দেখা যায় বংশ পরম্পরায় দুই-তিন পুরুষ ধরে ডাক্তারি পেশার সঙ্গে। সেও সেই ধারাকে বজায় রেখেই হতে চায় ডাক্তার। কারণ যাই হোক না কেন, তার জন্য প্রয়োজন সঠিক শিক্ষা। ভাল শিক্ষা প্রতিষ্ঠান সঠিক শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সব প্রতিষ্ঠানে পড়াশোনার মান তথা কায়দা আরও তুখোড় করে তুলতে পারে ছাত্র-ছাত্রীকে।
সেই কারণে অনেকেই উচ্চ মাধ্যমিক পাস করার পরে IITতে পড়াশোনা করার ইচ্ছা রাখেন। ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি শুধু পড়লেই হল না। চাই ভাল ক্যাম্পাসিং। ক্যাম্পাসিং না হলে চাকরি পাওয়াটা কঠিন। ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসিং ভাল হয় বলেই তাদের কদর বেশি।
তাই এই সব প্রতিষ্ঠানে সুযোগ পেতে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দেন ছাত্র-ছাত্রীরা। নবম বা দশম শ্রেণীতে ভর্তির পর, ছাত্রছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে। IIT-তে পড়তে হলে স্বপ্ন দেখা প্রার্থীদের অবশ্যই B.C. পাশ করতে হবে।
নবম বা দশম শ্রেণীতে ভর্তির পর ছাত্রছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE) এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে। IIT-তে পড়ার স্বপ্ন দেখা প্রার্থীদের JEE মেইন এবং অ্যাডভান্সড উভয় পরীক্ষায়ই ভালো র্যাঙ্ক নিয়ে উত্তীর্ণ হতে হয়। IIT Delhi, IIT Kanpur-এর মতো প্রতিষ্ঠানগুলির চাহিদা সব সময় গোটা দেশেই বেশি। তবে এবার বলে বলে সেই সব প্রতিষ্ঠানকে গোল দিচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান।
সেটি হল IIIT Hyderabad (International Institute of Information Technology, Hyderabad)। মূলত একাডেমিক এবং রিসার্চকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে। Language Technologies Research Center (LTRC), Center for Visual Information Technology (CVIT), Machine Learning Lab, Data Science Lab-এর মতো বিভাগগুলি এখানে বিশেষভাবে উন্নত। এখানকার এইসব ল্যাব ও রিসার্চ সেন্টার থেকে বহু আন্তর্জাতিক পেপার, জার্নাল পাবলিশ হয়।
IIIT হায়দরাবাদে রয়েছে iHub, CIE (Centre for Innovation and Entrepreneurship), যা ভারতের অন্যতম সক্রিয় স্টার্টআপ ইকোসিস্টেম। Early-stage AI/Tech স্টার্টআপের জন্য incubation, Venture funding, Industry mentorship মতো সুযোগ এখানে রয়েছে।
প্লেসমেন্টের দিক থেকেও এগিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান। AI, Data Science, এবং Software-এ IIITH-র placement বেশ শক্তিশালী। Google, Facebook, Microsoft, Adobe, Amazon – নিয়মিত লোক নেয়। অনেক স্টুডেন্ট international research internship পায় ইউরোপ, আমেরিকা, এবং জাপানে। 2023 সালে CSE-র জন্য Highest Package ছিল 74 LPA+।





