বদলে গিয়েছে ৪ ব্যাঙ্কের আইএফএসসি কোড, নতুনটা জানবেন কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 08, 2021 | 2:07 PM

নতুন আইএফএসসি কোড না দিলে আটকে যাবে লেনদেন। তাই নিজের ব্যাঙ্কের পরিবর্তিত আইএফএসসি কোড জানা প্রয়োজন।

বদলে গিয়েছে ৪ ব্যাঙ্কের আইএফএসসি কোড, নতুনটা জানবেন কীভাবে?
প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: নতুন অর্থবর্ষে একাধিক পরিবর্তন হয়েছে। যার ফলে ব্যাঙ্কিং পরিষেবায় একাধিক পরিবর্তন এসেছে। ৮টি পাবলিক সেক্টর ব্যাঙ্কের সংযুক্তিকরণ হয়েছে। ফলে বদলে গিয়েছে একাধিক ব্যাঙ্কের আইএফএসসি কোড (IFSC Code)। যে কোনও লেনদেনের জন্য অত্যন্ত জরুরি আইএফএসসি কোড। নতুন আইএফএসসি কোড না দিলে আটকে যাবে লেনদেন। তাই নিজের ব্যাঙ্কের পরিবর্তিত আইএফএসসি কোড জানা প্রয়োজন।

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সঙ্গে জুড়ে গিয়েছে অন্ধ্র ব্যাঙ্ক ও করপোরেশন ব্যাঙ্ক। ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক। তা ছাড়া কানাড়া ব্যাঙ্কের সঙ্গে জুড়েছে সিন্ডিকেট ব্যাঙ্ক। পয়লা জুলাই থেকে সিন্ডিকেট ব্যাঙ্কের আইএফএসসি কোড বদলে গিয়েছে। বাকি ব্যাঙ্কগুলির আইএফএসসি কোড বদলেছে পয়লা মার্চ ও পয়লা এপ্রিলে।

সিন্ডিকেট ব্যাঙ্ক: কানাড়া ব্যাঙ্কের সঙ্গে সিন্ডিকেট ব্যাঙ্ক জুড়ে যাওয়ার পরে পয়লা জুলাই থেকে সিন্ডিকেট ব্যাঙ্কের আইএফএসসি কোড অবৈধ। আগে সিন্ডিকেট ব্যাঙ্কের আইএফএসসি কোড শুরু হত SYNB দিয়ে। কিন্তু এখন কোড শুরু হয় CNRB দিয়ে। www.canarabank.com/IFSC.html- এই ওয়েবসাইটে সিন্ডিকেট ব্যাঙ্কের পুরনো আইএফএসসি কোড দিয়ে নতুন আইএফএসসি কোড জানা যাবে। যেমন আগে সিন্ডিকেট ব্যাঙ্ক কলকাতার এনএস রোড ব্রাঞ্চের আইএফএসসি কোড ছিল SYNB0009500, আর এখন হয়েছে CNRB0019500।

এলাহাবাদ ব্যাঙ্ক: মে মাসের ১ তারিখ থেকে বদলে গিয়েছে এলাহাবাদ ব্যাঙ্কের আইএফএসসি কোড। আগে এলাহাবাদ ব্যাঙ্কের আইএফএসসি কোড শুরু হত ALLA দিয়ে। কিন্তু এখন ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হওয়ার পর আইএফএসসি কোড শুরু হয় IDIB দিয়ে। অর্থাৎ আগে যদি এলাহাবাদ ব্যাঙ্কের কোনও ব্রাঞ্চের আইএফএসসি কোড ALLA000XXXX হতো, তাহলে এখন সেটি হবে IDIBXXXXXXX। এলাহাবাদ ব্যাঙ্কের গ্রাহকরা IFSC <পুরনো আইএফএসসি কোড> লিখে ৯২৬৬৮ ০১৯৬২ নম্বরে এসএমএস পাঠালেই নতুন আইএফএসসি কোড জানতে পারবেন।

অন্ধ্র ও করপোরেশন ব্যাঙ্ক: এপ্রিল মাসের ১ তারিখ থেকে বদলে গিয়েছে অন্ধ্র ও করপোরেশন ব্যাঙ্কের আইএফএসসি কোড। আগে করপোরেশন ব্যাঙ্কের কোড শুরু হত CORP দিয়ে এবং অন্ধ্র ব্যাঙ্কের কোড শুরু হত ANDB দিয়ে। এখন ২ ব্যাঙ্কেরই কোড শুরু হয় UBIN দিয়ে। অর্থাৎ আগে যদি করপোরেশন ব্যাঙ্কের আইএফএসসি কোড CORPXXXXXXX ছিল, তাহলে তা এখন UBINXXXXXXX। একই রকম ভাবেই বদলে গিয়েছে অন্ধ্র ব্যাঙ্কেরও আইএফএসসি কোড। নতুন কো়ড জানার জন্য গ্রাহকরা ইউনিয়ন ব্যাঙ্কের টোল ফ্রি নম্বর ১৮০০-২০৮-২২৪৪ ও ১৮০০-৪২৫-১৫১৫ এবং ১৮০০-৪২৫- ৩৫৫৫ এ ফোন করতে পারেন।

আরও পড়ুন: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক? এই তথ্য জেনে রাখা জরুরি

Next Article