কত টাকা রোজগার করলে দিতে হবে আয়কর?

কত টাকা আয় করলে জমা দিতে হয় আয়কর (Income Tax)? যদি বার্ষিক ২ লক্ষ টাকা আয় হয় তাহলে কী জমা দিতে হবে আয়কর?

কত টাকা রোজগার করলে দিতে হবে আয়কর?
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Nov 30, 2020 | 7:33 AM

TV9 বাংলা ডিজিটাল: কত টাকা আয় করলে জমা দিতে হয় আয়কর (Income Tax)? যদি বার্ষিক ২ লক্ষ টাকা আয় হয় তাহলে কী জমা দিতে হবে আয়কর? একাধিক প্রশ্ন ঘুরে বেড়ায় বেতুনভুকদের মাথায়। কিন্তু ঠিক কোন ক্ষেত্রে প্রযোজ্য আয়কর আর কোন ক্ষেত্রে নয়। সে বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? চলুন জেনে নেওয়া যাক…

বিশেষজ্ঞদের মতে যদি আপনার বার্ষিক মোট আয় ২ লক্ষ ৫০ হাজার টাকা হয় তাহলে আপনার আয়কর দেওয়া বাধ্যতামূলক নয়। কিন্তু এর বেশি হলে আপনাকে সময় মতো জমা করতে হবে আয়কর (Income Tax)। কিন্তু এক্ষেত্রেও বয়সের তারতম্যে এই মাপ বদলায়। যদি কোনও ব্যক্তির বয়স ৬০ বছরের কম হয় তাহলে তাঁর ক্ষেত্রে এই সীমা ২ লক্ষ ৫০ হাজার। কিন্তু যাঁদের বয়স ৬০ থেকে ৮০ বছর তাঁদের ক্ষেত্রে এই সীমা ৩ লক্ষ টাকা। আর আশির বেশি বয়স হলে এই সীমা ৫ লক্ষ টাকা।

এছাড়া অন্য একটি বিষয় মাথায় রাখতে হবে যে ব্যক্তির মোট আয় যেন ২ লক্ষ ৫০ হাজারের কম হয়। যদি এমন হয় ব্যক্তির বেতন ২ লক্ষ ৫০ হাজারের কম কিন্তু অন্য উৎস থেকে আয় মিলিয়ে তা ২ লক্ষ ৫০ হাজার ছাড়িয়ে যায়, তাহলেও জমা করতে হবে আয়কর। তবে আয় যদি ২ লক্ষ ৫০ হাজারের কম হয়, তাও আয়কর জমা করলে কোনও ক্ষতি নেই বরং লাভ আছে।

আরও পড়ুন: ফর্ম ১৬ ছাড়া কীভাবে জমা দেবেন আয়কর?

যেমন আয়কর জমা করা থাকলে পরবর্তীকালে ভিসা কিংবা গৃহঋণ আরও সহজে পাওয়া যাবে। তবে আয়কর জমা দেওয়ার সময় অবশ্যই সব শর্তাবলী মেনে জমা দিতে হবে। নাহলে পরবর্তী সময়ে জরিমানার সম্ভাবনা রয়েছে।