AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সহজ ও সস্তায় প্যান কার্ড কীভাবে পাবেন? জেনে নিন

আয়কর থেকে শুরু করে ব্যাঙ্কিংয়ের যে কোনও কাজ, সব জায়গায় অত্যন্ত প্রয়োজনীয় এই কার্ড। কিন্তু কীভাবে সবচেয়ে সহজে পেতে পারেন প্যান কার্ড?

সহজ ও সস্তায় প্যান কার্ড কীভাবে পাবেন? জেনে নিন
প্রতীকী চিত্র
| Updated on: Dec 07, 2020 | 11:28 PM
Share

কলকাতা: প্রায় সব ক্ষেত্রেই কাজে লাগে পার্সোনাল অ্যাকাউন্ট নম্বর। এই নম্বরের জন্য প্রয়োজন প্যান কার্ড (Pan Card)। কিন্তু অনেকেরই হাতে এখনও নেই এই অত্যন্ত প্রয়োজনীয় নথি। আয়কর থেকে শুরু করে ব্যাঙ্কিংয়ের যে কোনও কাজ, সব জায়গায় অত্যন্ত প্রয়োজনীয় এই কার্ড। কিন্তু কীভাবে সবচেয়ে সহজে পেতে পারেন প্যান কার্ড?

কোন ফর্মে আবেদন?

প্যান কার্ডের জন্য দুটি ফর্মের মাধ্যমে আবেদন করা যায়। ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারেন ৪৯ এ ফর্মের মাধ্যমে। আর বিদেশিদের ৪৯ এএ ফর্মের মাধ্যমে আবেদন করতে হয়।

কীবাবে অনলাইনে প্যানের জন্য আবেদন?

অনলাইনে প্যান কার্ডের আবেদন করা যায় দুটি ওয়েব সাইটের মাধ্যমে। প্রথমটি www.tin-ndl.com ও দ্বিতীয়টি utiitsl.com।

প্যান কার্ডে আবেদনের খরচ কত?

দেশের যে কোনও স্থানে প্যান কার্ড পাওয়ার জন্য ৯৩ টাকা দিতে হয়। তার সঙ্গে যোগ হয় জিএসটি। দেশের বাইরে প্যান কার্ড পাওয়ার জন্য খরচ হয় ৮৬৪ টাকা। এর সঙ্গেও যোগ হয় জিএসটি।

কীভাবে টাকা জমা দিতে হয়?

প্যান কার্ডের জন্য অনলাইনে বিভিন্ন উপায়ে টাকা কাটানো যায়। আবেদন করার সময় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ড্রাফ্ট কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা কাটানো যায়।

আরও পড়ুন: ফর্ম ১৬ ছাড়া কীভাবে জমা দেবেন আয়কর?