এক এসএমএসেই প্যান কার্ডের সঙ্গে সংযুক্ত হবে আধার! জানেন কীভাবে?

সুমন মহাপাত্র |

Dec 11, 2020 | 4:10 PM

এসএমএসের মাধ্যমে এই প্রক্রিয়া সম্ভব। আপনাকে ৫৬৭৬৭৮ কিংবা ৫৬১৬১ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এক এসএমএসেই প্যান কার্ডের সঙ্গে সংযুক্ত হবে আধার! জানেন কীভাবে?
প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: শুধুমাত্র একটি এসএমএসের মাধ্যমেই প্যান (PAN) কার্ডের সঙ্গে এখন আধার সংযোগ করা সম্ভব। আয়কর দফতরের নিয়ম অনুযায়ী আধার (Aadhar) কার্ডের সঙ্গে প্যান সংযোজন আবশ্যক। সেক্ষেত্রে কীভাবে খুব সহজে প্যান কার্ডের সঙ্গে আধার সংযোজন করবেন?

এসএমএসের মাধ্যমে এই প্রক্রিয়া সম্ভব। আপনাকে ৫৬৭৬৭৮ কিংবা ৫৬১৬১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসে লিখতে হবে UIDPAN<স্পেস>১২ সংখ্যার আধার নম্বর<স্পেস>১০ সংখ্যার প্যান নম্বর। যদি আপনার আধার নম্বর 111122223333 ও আপনার প্যান নম্বর AAAPA9999Q হয় তাহলে আপনাকে এসএমএসে লিখতে হবে UIDPAN 111122223333 AAAPA9999Q।

আরও পড়ুন: ICICI ব্যাঙ্ক পরিষেবা দেবে অন্য ব্যাঙ্কের গ্রাহকদেরও! কীভাবে জেনে নিন

তবে এই প্রক্রিয়ায় আধার ও প্যান তখনই সংযুক্ত হবে যদি আপনার নাম ও জন্ম তারিখ দুটি নথিতেই একই থাকে। যদি দুটি নথিতে নাম ও জন্ম তারিখ আলাদা হয় তাহলে এই প্রক্রিয়ায় আধার ও প্যান সংযোগ সম্ভব নয়।

 

Next Article