কলকাতা: মে মাসে বয়স্কদের জন্য অধিক সুদের প্রকল্প নিয়ে এসেছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যেখানে বয়স্ক ব্যক্তিরা ফিক্সড ডিপোজিট করলে পেতেন বাড়তি সুদ। এবার সেই ‘WECARE’ প্রকল্পে আবেদন করার শেষ তারিখ আরও বাড়াল স্টেট ব্যাঙ্ক।
মে মাসে ঘোষিত প্রকল্পে আবেদন করার শেষ তারিখ ছিল সেপ্টেম্বর মাসে। কিন্তু তারপর ডিসেম্বরের শেষ পর্যন্ত সেই সময়সীমা বাড়িয়েছিল দেশের অন্যতম বড় ব্যাঙ্ক। এবার সেই ‘ডেডলাইন’ আরও বাড়ল।
নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত আবেদন করা যাবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই প্রকল্পে। এক নজরে দেখে নেওয়া যাক, ‘WECARE’-এর কয়েকটি বিশেষ দিক…
১. ৬০ বছরের বেশি বয়স্করা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
২. ন্যূনতম ৫ বছর ও সর্বোচ্চ ১০ বছরের জন্য ২ কোটি টাকা পর্যন্ত টাকা ফিক্সড ডিপোজিট করা যাবে।
৩. সাধারণত ৫.৪ শতাংশ হারে সুদ দেয় স্টেট ব্যাঙ্ক, কিন্তু এই প্রকল্পে টাকা জমা করলে বয়স্কদের বাড়তি ০.৮ শতাংশ সুদ দেবে স্টেট ব্যআঙ্ক অব ইন্ডিয়া। যার ফলে মোট ৬.২ শতাংশ হারে টাকা ফেরত পাবেন ‘WECARE’- এর অন্তর্গত বয়স্ক ব্যক্তিরা।
৪. এই ফিক্সড ডিপোজিটের মাধ্যমে প্রকল্পাধীন ব্যক্তিরা ঋণও নিতে পারবেন। এই সুবিধাও দেবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।