বড় চমক! বছর শেষের আগেই ৮.৫ শতাংশ সুদ দেবে EPFO
একটি বিশ্বস্ত গোপন সূত্র মারফত সংবাদ সংস্থা পিটিআই জানতে পেরেছে শ্রম মন্ত্রকের তরফে একটি প্রস্তাবনা গিয়েছে অর্থ মন্ত্রকের কাছে।
কলকাতা: বছর শেষের আগেই সুখবর পেতে পারেন প্রভিনেন্ট ফান্ডের গ্রাহকরা। ২০১৯-২০ বর্ষে প্রায় ৬ কোটি গ্রাহককে ডিসেম্বরের শেষেই ৮.৫ শতাংশ হারে সুদ দিতে পারে EPFO। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এম্পলইজ ফান্ড অরগানাইজেশন ৮.৫ শতাংশ সুদকে দুটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। যেখানে প্রথম দফার কিস্তিতে ৮.১৫ শতাংশ হারে ও দ্বিতীয় দফায় ০.৩৫ শতাংশ হারে সুদ দেওয়ার কথা ছিল।
কিন্তু সম্প্রতি একটি বিশ্বস্ত গোপন সূত্র মারফত সংবাদ সংস্থা পিটিআই জানতে পেরেছে শ্রম মন্ত্রকের তরফে একটি প্রস্তাবনা গিয়েছে অর্থ মন্ত্রকের কাছে। যেখানে ২০১৯-২০ বর্ষের জন্য ৮.৫ শতাংশ হারে প্রভিনেন্ট ফান্ডের সুদ দেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: এক এসএমএসেই প্যান কার্ডের সঙ্গে সংযুক্ত হবে আধার! জানেন কীভাবে?
করোনা পরিস্থিতির কারণেই শ্রম মন্ত্রকের তরফে গ্রাহকদের ৮.৫ শতাংশ সুদ দেওয়ার প্রস্তাবনা পাঠানো হয়েছে। যার ফলে লাভ হবে গ্রাহকদেরই। আগে EPFO জানিয়েছিল, তারা প্রথমে ৮.১৫ শতাংশ সুদ দেবে। বাকি ০.১৫ শতাংশ সুদ তারা ইটিএফ বিক্রি করে দেবে। কিন্তু লকডাউন উঠে যাওয়ায় ও বাজার সচল হওয়ায় এককালীন ৮.৫ শতাংশ সুদ দিতেও কোনও অসুবিধা হবে না।