কলকাতা: নগদ দরকার, এটিএমে যাবেন! আর যদি যেতে ইচ্ছে না করে। কেমন হয়, যদি ব্যাঙ্ক আপনার বাড়িতে এসে দিয়ে যায় টাকা। এ বার সেই পরিষেবা দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যার মাধ্যমে ঘরে বসেই আপনার হাতের মুঠোয় টাকা জমা করা, টাকা তোলা, জীবন শংসাপত্র জমা করা, কেওয়াইসি করা থেকে একাধিক সুবিধা পেতে পারেন।
এই পরিষেবার জন্য ১৮০০ ১০৩৭ ১৮৮ টোল ফ্রি নম্বর চালু করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এছাড়াও www.psbdsb.in ওয়েবসাইটের মাধ্যমে এই পরিষেবার সুবিধা পাওয়া যাবে। এই পদ্ধতিতে আবেদন করলে কোনও এক ‘ডোর স্টেপ ব্যাঙ্কিং’ এজেন্ট বাড়ি এসে পরিষেবা দিয়ে যাবে। এ ছাড়া ডিএসবি মোবাইল অ্যাপের মাধ্যমেও এই পরিষেবা পাওয়া যাবে।
স্টেট ব্যাঙ্কের ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা পাবেন ৭০ উর্ধ্ব ব্যক্তিরা। এ ছাড়া যাঁদের অ্যাকাউন্টে কেওয়াইসি করা আছে, তাঁরা এই পরিষেবার সুবিধা পেতে পারেন। তবে এই সুবিধা পেতে হলে গুনতে হবে টাকা। এই পরিষেবার মাধ্যমে নগদ সংক্রান্ত কোনও কাজ করতে হলে প্রতি লেনদেনে পরিষেবা মূল্য দিতে হবে ১০০ টাকা। নগদ লেনদেন ছাড়া ব্যাঙ্কের অন্য়ান্য কাজ করতে হলে খরচ হবে ৬০ টাকা।
আরও পড়ুন: গ্যাসে ভর্তুকি পেতে থাকতে হবে আধার লিঙ্ক, কীভাবে করবেন?