
রামলালা ফিরেছে জন্মভিটেতে। তৈরি হয়েছে রাম মন্দির। এবার রামলালার জন্য আসছে অস্ত্র-শস্ত্র।

রামলালার জন্য দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে নানা উপহার। এবার উপহার আসছে রাজস্থান থেকে।

সেখানের সিরোহি জেলার শিবগঞ্জে রামলালার জন্য বিশেষ উপহার তৈরি করা হয়েছে।

কী সেই উপহার? আসছে ১৬০০ কেজির গদা এবং ১১০০ কেজির তীর ধনুক। কয়েক মাস ধরে তৈরি করা হয়েছে এই গদা- ধনুক।

রাম মন্দির চত্বরেই যে হনুমানজির মন্দির তৈরি হচ্ছে, তার জন্যই এই গদা পাঠানো হচ্ছে। বিশালাকার গদা নিয়ে যাওয়ার জন্য ক্রেন ব্যবহার করতে হচ্ছে।

হনুমানজির পাশাপাশি রামলালার জন্য তৈরি করা হয়েছে। এই দুটি উপহারই রামলালার পায়ে উৎসর্গ করা হবে।

গত ১২ জুন রামরথ এই অস্ত্র নিয়ে রওনা দিয়েছে। আগামী ১৬ জুন তা অযোধ্যায় গিয়ে পৌঁছবে। ১৭ জুন বিশেষ পুজোর পর তা রামলালার চরণে নিবেদন করা হবে।

এই উপহারগুলি পাঠিয়েছে রাজস্থানের সনাতন সেবা সংস্থা।