Look Back 2023: তেইশ সালকে চিরদিন কেন আপনি মনে রাখবেন, জানেন
Year Ender 2023: শুরু থেকে শেষ অবধি ঘটনাবহুল ছিল ২০২৩ সাল। সারা বছর জুড়ে এমন অনেক ঘটনা ঘটেছে ভারত এবং গোটা বিশ্বে। যা নাড়িয়ে দেওয়ার মতো। বছরের শেষ লগ্নে পৌঁছে আমরা এক নজরে দেখে নেব সে রকমই কিছু উল্লেখযোগ্য ঘটনা।
1 / 19
শুরু থেকে শেষ অবধি ঘটনাবহুল ছিল ২০২৩ সাল। সারা বছর জুড়ে এমন অনেক ঘটনা ঘটেছে ভারত এবং গোটা বিশ্বে। যা নাড়িয়ে দেওয়ার মতো। বছরের শেষ লগ্নে পৌঁছে আমরা এক নজরে দেখে নেব সে রকমই কিছু উল্লেখযোগ্য ঘটনা।
2 / 19
২০২৩ সালের শুরু থেকেই কুস্তি সংস্থার কর্তা তথা সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রাস্তায় আন্দোলনে নামে ভারতীয় কুস্তির উল্লেখযোগ্য মুখরা।
3 / 19
ফেব্রুয়ারি মাসে ৬ তারিখে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার কিছু অংশ। রিখটার স্কেলে ৭.৮ মাত্রার সেই ভূমিকম্প সাড়ে তিন লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় প্রভাব ফেলেছিল। দুই দেশ মিলিয়ে ৬০ হাজারের বেশি জনের মৃত্যু হয়। ভারতের বিপর্যয় মোকাবিলাকারী দলও ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় গিয়ে উদ্ধারকাজ চালায়।
4 / 19
উত্তর-পূর্ব ভারতে বিজেপির শক্তি আরও বৃদ্ধি হয় মার্চ মাসে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়ের পাশাপাশি মেঘালয় এবং নাগাল্যান্ডে শাসক জোটে সামিল হয় বিজেপি।
5 / 19
মোদী পদবি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মার্চ মাসেই সাংসদ পদ হারানা রাহুল গান্ধী। যদিও পরে অগস্ট মাসে আদালতের নির্দেশে সাংসদ পদ ফিরে পেয়েছেন তিনি।
6 / 19
বিশ্বের সবথেকে জনবহুল দেশ এখন ভারত। চিনকে পিছনে ফেলে এ বছর এপ্রিল মাসে এই শিরোপা গিয়েছে ভারতের ঝুলিতে।
7 / 19
মে মাসে বিজেপিকে হারিয়ে কর্নাটক বিধানসভায় জয় লাভ করে কংগ্রেস। দক্ষিণ ভারতের এই রাজ্যে গঠিত হয় কংগ্রেসের সরকার।
8 / 19
এ বছর মে মাস থেকেই অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি হয় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। মণিপুর ইস্যুতে উত্তলা হয়েছে সংসদের অধিবেশন থেকে দেশের রাজনীতি।
9 / 19
নতুন সংসদ ভবন।
10 / 19
২ জুন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ওড়িশায়। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ির। ওড়িশার বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে এই দুর্ঘটনায় অন্তত ২৯৬ জনের মৃত্যু হয়। প্রচুর যাত্রী আহতও হন।
11 / 19
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের জন্য জোট বাঁধে দেশের ২৮ বিরোধী দল। সেই জোটের নামকরণ করা হয় ‘ইন্ডিয়া’। যে নাম নিয়ে বিতর্কও কম হয়নি রাজনীতির আঙিনায়।
12 / 19
মহাকাশ গবেষণায় ভারতের উল্লেখযোগ্য সাফল্যের বছর ২০২৩। এ বছর ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান-৩। তার পর চাঁদের মাটিতে ঘুরে প্রচুর তথ্য ইসরো-কে পাঠিয়েছে বিক্রম ল্যান্ডার।
13 / 19
এ বছর জি২০ সম্মেলনের আয়োজক ছিল ভারত। বছরভর বিভিন্ন বৈঠকের পাশাপাশি সেপ্টেম্বর মাসে রাষ্ট্রনেতাদের বৈঠক উপলক্ষ্যে বিশ্বের তাবড় তাবড় নেতারা উপস্থিত হয়েছিলেন ভারতে।
14 / 19
৭ অক্টোবর গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলের ভূখণ্ডে লাগাতার রকেট হামলা চালায় হামাস গোষ্ঠী। সীমান্তে পেরিয়ে এসে শতাধিক ইজরায়েলীয়কে বন্দিও বানায়। এর পর অশান্ত হয়ে ওঠে মধ্য প্রাচ্য। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইজরায়েল সেনা। এখনও সেই যুদ্ধ বন্ধ হয়নি।
15 / 19
সমকামী বিবাহে স্বীকৃতির দাবিতে একাধিক মামলার শুনানি এ বছর হয়েছে দেশের শীর্ষ আদালতে। কিন্তু এই বিবাহে স্বীকৃতি দেয়নি সুপ্রিম কোর্টে। স্বীকৃতি দেওয়ার বিষয়টি দেশের আইনসভার হাতেই ছেড়ে দিয়েছে আদালত।
16 / 19
আশা জাগিয়েও হয়নি বিশ্বকাপ জয়। ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত বাহিনী। এ বছর ১৯ নভেম্বর ভারতবাসীর কাছে হৃদয়বঙ্গের দিন।
17 / 19
দিওয়ালির সময় যখন সারা দেশ উৎসবের মেজাজে, তখনই উত্তরাখণ্ডে নির্মীয়মাণ টানেলে আটকে পড়েন ৪১ জন নির্মাণকর্মী। ১৬ দিন পর তাঁদের টানেল থেকে উদ্ধার করা হয়।
18 / 19
ডিসেম্বর মাসে প্রকাশ হয় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। মধ্য প্রদেশে, ছত্তীসগঢ় এবং রাজস্থানে ক্ষমতা দখল করে বিজেপি। কংগ্রেস জয়ী হয় তেলঙ্গানায়। মিজোরামের দখল যায় স্থানীয় দলের হাতে।
19 / 19
নতুন সংসদ ভবনে ১৩ ডিসেম্বর হানা দেয় বেশ কয়েক জন। ২ জন লোকসভার অধিবেশন কক্ষে ঢুকে স্মোকবম্ব ফাটায়। ধোঁয়ায় ভরে যায় সংসদ চত্বর। সেই ঘটনার অভিযুক্তদের গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।