ফিরে দেখা ২০২৩
একটা বছর আমাদের সঙ্গে আষ্টেপিষ্টে কাটাল ২০২৩। প্রতি বছরের মতো ২০২৩ আমাদের ভাল-মন্দে, সুখে-দুঃখে, ঘটনায়-অঘটনায়, প্রাপ্তি-অপ্রাপ্তিতে সাক্ষী থেকেছে। অনেক কিছু ভাল ঘটল। ২০২৩-কে মনে রাখার মতো ইতিহাসও তৈরি হয়েছে। আবার না-চাইতেই অনেক অঘটনও ঘটেছে। হারিয়েছি আমাদের প্রিয়জনদের। তবে, মন্দের ভাল একুশ-বাইশের করোনার দৃশ্য আমাদের দেখতে হয়নি। তেইশকে তো ছাড়তেই হবে, চব্বিশ যে দুয়ারে দাঁড়িয়ে। এক বার দেখে নেওয়া যাক, তেইশের ভাল-মন্দ, তেইশের ওঠা-পড়ার কিছু ঝলক।