Bangla NewsPhoto gallery Acharya Satyendra Nath Bose Memorial Science and Technology Fair Committee felicitated the Santosh Trophy winning Bengal football team
Bengal Football: সন্তোষজয়ী বাংলা ফুটবল দলকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সংবর্ধনা
Santosh Trophy Champion Bengal Team: বাংলা ফুটবলে এ মরসুমে খুশির হাওয়া। দীর্ঘ সময় পর সন্তোষ ট্রফি জিতেছে বাংলা দল। গর্বিত সকলেই। রাজ্য সরকারের তরফে বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এমনকি বাংলার সন্তোষজয়ী ফুটবলারদের চাকরিও দেওয়া হয়েছে। তেমনই বিভিন্ন ক্লাব এবং সংস্থার তরফেও বাংলা ফুটবল দলকে সম্মান জানানো হয়েছে। হেঁদুয়া পার্কে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়ও সংবর্ধনা দেওয়া হল।