
বাংলা ফুটবলে এ মরসুমে খুশির হাওয়া। দীর্ঘ সময় পর সন্তোষ ট্রফি জিতেছে বাংলা দল। গর্বিত সকলেই।

রাজ্য সরকারের তরফে বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এমনকি বাংলার সন্তোষজয়ী ফুটবলারদের চাকরিও দেওয়া হয়েছে।

তেমনই বিভিন্ন ক্লাব এবং সংস্থার তরফেও বাংলা ফুটবল দলকে সম্মান জানানো হয়েছে।

সন্তোষ ট্রফি জয়ের পর বাংলা দলের ফুটবলারদের জীবন অনেকটাই বদলে গিয়েছে।

এ দিন হেদুয়া পার্কে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়ও বাংলার সন্তোষজয়ী ফুটবলার, কোচ এবং পুরো টিমকে সংবর্ধনা দেওয়া হল।

আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবার ২৬ তম বর্ষে পা দিল। শুরু হয়েছিল ২২ জানুয়ারি, ২৬ তারিখ পর্যন্ত চলবে।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে হেদুয়া পার্কে চলছে এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ফুটবল খেলাটাও যে বিজ্ঞান, তা অস্বীকার করা যায় না।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় যেমন মডেল প্রদর্শনী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। তেমনই বাংলা ফুটবল দলকেও সংবর্ধনা দেওয়া হল। ছিলেন কোচ সঞ্জয় সেনও। ছবি-নিজস্ব