৭ বছর পর সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পদক বাংলার
সিনিয়র ন্যাশানাল আর্চারি চ্যাম্পিয়নশিপে (Sr National Archery Championship) পদক পেল বাংলা। ৭ বছর পর পশ্চিমবঙ্গের তিরন্দাজরা এই টুর্নামেন্টে পদক পেলেন। জম্মু-কাশ্মীরে চলা এই টুর্নামেন্টের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্চ পেয়েছেন বাংলার তিরন্দাজ জুয়েল সরকার ও অদিতি জসওয়াল জুটি।

৭ বছর পর সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পদক বাংলার
- পশ্চিমবঙ্গের জুনিয়র তিরন্দাজ বেঙ্গল আর্চার অ্যাকাডেমির জুয়েল সরকার (Juyel Sarkar) এবং দোলা ও রাহুল ব্যানার্জী আর্চারি অ্যাকাডেমির অদিতি জসওয়াল (Adity Jaiswal) এই টুর্নামেন্টের মিক্সড টিম ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক পেয়েছেন।
- অল ইন্ডিয়া পুলিশ দলের বিরুদ্ধে বাংলার এই প্লেয়ারদের ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে শেষ অবধি পশ্চিমবঙ্গ জিতে যায়।
- অদিতি জসওয়াল ২৫-১৭ মার্চ সোনিপথ সাইয়ে হতে চলা আসন্ন এশিয়ান গেমস ট্রায়ালের জন্যও যোগ্যতা অর্জন করেছেন। কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারির বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়েও অদিতি ৬-৪-এ হেরে যান তিনি।
- ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস সিনিয়র ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলার প্লেয়ারদের পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছেন।




