AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনুগামী বাড়ল ২৩৮%, ভারতের নতুন ন্যাশনাল ক্রাশ ‘টুইলেফথ ফেল’ মেধা আসলে কে?

Medha Shankar Secrets: মেধা কে? কার মেয়ে? কোথায় বাড়ি? 'টুয়েলফথ ফেল' মুক্তির আগে কেমন ছিল তাঁর জীবন? কী করতেন তিনি? তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। হুহু করে বেড়েছে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যাও।

| Updated on: Jan 13, 2024 | 7:52 PM
Share
সিনেমা হলে মুক্তি পায় 'টুয়েলফথ ফেল'। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবি বড় পর্দায় সেরকম হিল্লোল তুলতে না পারলেও, ওটিটি প্ল্যাটফর্মে আশানুরূপ ফল করেছিল।

সিনেমা হলে মুক্তি পায় 'টুয়েলফথ ফেল'। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবি বড় পর্দায় সেরকম হিল্লোল তুলতে না পারলেও, ওটিটি প্ল্যাটফর্মে আশানুরূপ ফল করেছিল।

1 / 8
ছবিটি এক আইপিএস অফিসারের জীবন কাহিনি বর্ণনা করেছিল। সেই আইপিএস অফিসারের নাম মনোজ কুমার শর্মা। চম্বলের এক ছোট্ট গ্রামের ছেলে মনোজ সততার সঙ্গে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আইপিএস অফিসার হয়েছিলেন।

ছবিটি এক আইপিএস অফিসারের জীবন কাহিনি বর্ণনা করেছিল। সেই আইপিএস অফিসারের নাম মনোজ কুমার শর্মা। চম্বলের এক ছোট্ট গ্রামের ছেলে মনোজ সততার সঙ্গে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আইপিএস অফিসার হয়েছিলেন।

2 / 8
আইপিএস অফিসার হওয়ার প্রস্তুতির সময় লোকের বাড়ির নোংরা টয়লেটও পরিষ্কার করেছিলেন মনোজ। ছবিতে মনোজের চরিত্রে অভিনয় করে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন অভিনেতা বিক্রান্ত মাসি।

আইপিএস অফিসার হওয়ার প্রস্তুতির সময় লোকের বাড়ির নোংরা টয়লেটও পরিষ্কার করেছিলেন মনোজ। ছবিতে মনোজের চরিত্রে অভিনয় করে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন অভিনেতা বিক্রান্ত মাসি।

3 / 8
ছবিতে মনোজের স্ত্রী শ্রদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মেধা শঙ্কর। তাঁর পারফরম্যান্স এতটাই ভাল লেগেছে ওটিটি প্ল্যাটফর্মের দর্শকের, যে রাতারাতি তাঁকে ন্য়াশনাল ক্রাশ হিসেবে গণ্য করা হচ্ছে। যে ন্যাশনাল ক্রাশের আসনে পূর্বে 'পুষ্পা' মুক্তির পর বসেছিলেন রশ্মিকা মন্দানা এবং পরে 'অ্যানিম্যাল' ছবির 'ভাবি টু' তৃপ্তি দিমরি।

ছবিতে মনোজের স্ত্রী শ্রদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মেধা শঙ্কর। তাঁর পারফরম্যান্স এতটাই ভাল লেগেছে ওটিটি প্ল্যাটফর্মের দর্শকের, যে রাতারাতি তাঁকে ন্য়াশনাল ক্রাশ হিসেবে গণ্য করা হচ্ছে। যে ন্যাশনাল ক্রাশের আসনে পূর্বে 'পুষ্পা' মুক্তির পর বসেছিলেন রশ্মিকা মন্দানা এবং পরে 'অ্যানিম্যাল' ছবির 'ভাবি টু' তৃপ্তি দিমরি।

4 / 8
মেধা কে? কার মেয়ে? কোথায় বাড়ি? 'টুয়েলফথ ফেল' মুক্তির আগে কেমন ছিল তাঁর জীবন? কী করতেন তিনি? তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। হুহু করে বেড়েছে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যাও।

মেধা কে? কার মেয়ে? কোথায় বাড়ি? 'টুয়েলফথ ফেল' মুক্তির আগে কেমন ছিল তাঁর জীবন? কী করতেন তিনি? তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। হুহু করে বেড়েছে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যাও।

5 / 8
মেধা শঙ্করের ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা বেড়েছে প্রায় ২৩৮%। পূর্বে সেই সংখ্যা ছিল ৩.৫ লাখ ফলোয়ার্স। অনুগামী সংখ্যা বেড়ে হয়েছে ১.৫ মিলিয়ান।

মেধা শঙ্করের ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা বেড়েছে প্রায় ২৩৮%। পূর্বে সেই সংখ্যা ছিল ৩.৫ লাখ ফলোয়ার্স। অনুগামী সংখ্যা বেড়ে হয়েছে ১.৫ মিলিয়ান।

6 / 8
মেধা দিল্লির মেয়ে। বাবা অভয় শঙ্কর দিল্লির ব্যবসায়ী। মা রচনা শঙ্কর এক নামী কোরিওগ্রাফার। তাঁর সিনেমায় আসা মায়ের অনুপ্রেরণাতেই। ব্রিটিশ টিভি সিরিজ় 'বিচাম হাউজ়'-এ অভিনয়ে অভিষেক হয় তাঁর।

মেধা দিল্লির মেয়ে। বাবা অভয় শঙ্কর দিল্লির ব্যবসায়ী। মা রচনা শঙ্কর এক নামী কোরিওগ্রাফার। তাঁর সিনেমায় আসা মায়ের অনুপ্রেরণাতেই। ব্রিটিশ টিভি সিরিজ় 'বিচাম হাউজ়'-এ অভিনয়ে অভিষেক হয় তাঁর।

7 / 8
তারপর ওটিটি প্ল্যাটফর্মের জন্য 'দিল বেকারা'র রোম্যান্টিক কমেডিতে অভিনয় করেছেন মেধা। বলিউডে ডেবিউ করেন 'শাদিস্তান'-এ। কিন্তু এই প্রজেক্টগুলির একটিও খ্য়াতি দেয়নি মেধাকে। যা তাঁকে জনপ্রিয় করল  'টুয়েলফথ ফেল'।

তারপর ওটিটি প্ল্যাটফর্মের জন্য 'দিল বেকারা'র রোম্যান্টিক কমেডিতে অভিনয় করেছেন মেধা। বলিউডে ডেবিউ করেন 'শাদিস্তান'-এ। কিন্তু এই প্রজেক্টগুলির একটিও খ্য়াতি দেয়নি মেধাকে। যা তাঁকে জনপ্রিয় করল 'টুয়েলফথ ফেল'।

8 / 8